খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার
বিবৃতি–
আমি হাসান মামুন- বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির একজন সদস্য, সাবেক ছাত্র নেতা, গলাচিপা ও দশমিনা উপজেলার সাধারণ মানুষের আপনজন। আমি রাজনীতি করি জনগণের ভালোবাসা নিয়ে, তাঁদের জন্য। আজ আপনাদের সামনে দাঁড়িয়েছি একটি অঙ্গীকার, একটি দায়িত্ব এবং একটি ভালোবাসার কথা বলতে।
এই জনপদের মানুষ জানেন, আমি কখনও নিজের জন্য কিছু চাইনি। সব সময় চাই গলাচিপা–দশমিনার মানুষের শান্তি ও কল্যাণ। আওয়ামী শাসনামলে যখন অন্যায়ের প্রতিবাদ করা কঠিন হয়ে উঠেছিল, তখন আমি ছিলাম রাজপথে, গণতন্ত্রের পক্ষে, সাধারণ মানুষের অধিকারের পক্ষে। বহুবার জেলে গিয়েছি, তবু আপোস করিনি।
আমি কখনো চাঁদাবাজি করিনি, দলীয় দখলদারিতে লিপ্ত হইনি। বরং বারবার বলেছি, আমার দলে কেউ অন্যায় করলে, সে যত শক্তিশালীই হোক, আমি কঠিন ব্যবস্থা নেবো। মানুষ আমার কাছে চাকরি পেয়েছে, অনেকেই জেনেছে, আমি বিনা পয়সায় চাকরির সুপারিশ করেছি, কে কোন দল করে তা দেখি নাই শুধু দেখে নিয়েছি, সে যেন গরিব পরিবারের সন্তান হয়।
গত ৫ তারিখের পর থেকে গলাচিপা ও দশমিনায় কেউ আওয়ামী লীগের দাদাগিরি করতে পারেনি, কারণ সাধারণ মানুষ আমার পাশে ছিল। হিন্দু সম্প্রদায়ের ভাই-বোনেরা নিজেরাই বলেছেন, “হাসান মামুন না থাকলে আমাদের ঘরবাড়ি, মন্দির টিকে থাকতো না।” আমি পাহারা দেয়ার ব্যবস্থা করে দিয়েছি, তাদের নিরাপত্তার জন্য ছোট ছোট দল গঠন করে দিয়েছি এবং বলেছি কোন হিন্দু বাড়িতে কিংবা মন্দিরে হামলা হলে কে করেছে তা দেখবো না, যাদেরকে পাহাড়া দায়িত্ব দিয়েছি তাদেরকে ধরবো। এর একটিই কারণ আমি বিশ্বাস করি ধর্ম যার যার, দেশ সবার।
আমি বিশ্বাস করি উন্নয়ন মানে শুধু রাস্তাঘাট না, উন্নয়ন মানে শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, নারীর ক্ষমতায়ন, মাদকমুক্ত যুব সমাজ, কৃষকের ন্যায্য দাবি আদায় করা। আমি চাই একটি মানবিক সমাজ, যেখানে প্রতিটি মানুষ সম্মান নিয়ে বাঁচবে।
আমি ঘোষণা করছি— যদি গলাচিপা-দশমিনার মানুষ আমাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়ে ধানের শীষ প্রতীকে নির্বাচিত করেন আমি প্রতিটি গ্রামে, প্রতিটি মানুষের মুখে হাসি ফোটাবো। নারী-পুরুষ নির্বিশেষে কাজের সুযোগ তৈরি করবো, দুর্নীতি বন্ধ করবো, শিক্ষা ও স্বাস্থ্যসেবা পৌঁছে দেবো দারপ্রান্তে।
আমি গলাচিপা ও দশমিনার প্রতিটি মানুষের দোয়া ও ভালোবাসা চাই। আসুন, আমরা দলমত নির্বিশেষে একসাথে একটি সুন্দর, সমৃদ্ধ, ন্যায্য, শান্তিপূর্ণ সমাজ গড়ে তুলি।
আপনার ভোট দিন গণমানুষের প্রতীক ধানের শীষে। আপনার পাশে ছিলাম, আছি, থাকবো ইনশাআল্লাহ।
হাসান মামুন সদস্য কেন্দ্রীয় নির্বাহী কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)
Leave a Reply