০৫ মার্চ ২০২১ ইং
তথ্যপ্রবাহের ওপর কোথাও কোথাও নিয়ন্ত্রণ আরোপ করা হচ্ছে। শারীরিক ও মানসিক ঝুঁকিতে থাকা সাংবাদিকেরা হামলা-মামলার শিকার হচ্ছেন। কোথাও কোথাও গণমাধ্যমগুলো কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। সংবাদ সংগ্রহ বা প্রকাশের জের ধরে সাংবাদিকদের ওপর হামলা হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে ডিজিটাল নিরাপত্তা আইনে।
শুধু হামলা-মামলাই নয়, অবাধ তথ্যপ্রবাহে বাধা সৃষ্টির চেষ্টাও চলছে। সাংবাদিক নির্যাতনের শিকার হলে, বিচার দাবিতে রাস্তায় মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচী গ্রহন করছেন সাংবাদিকেরা।
এই সময়ে জাতির বিবেকের সঙ্গে একত্রিত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি …একজন সাংবাদিক পেশাদারিত্বের সঙ্গেই রির্পোর্টিং এর কাজটি করেন। সাংবাদিককেরা আমারা কি এমন করেছি, কোন কারণে আমাদের পতিপক্ষ মনে করছেন? দুর্নীতিবাজরা, লুটেরারা, চাদাবাজরা সাংবাদিকদের প্রতিপক্ষ মনে করতে পারেন। কালটাকার মালিক কালবাজারী কারন লুটেরাদের কোন দেশ নেই।
আমরা তো সঠিক তথ্য, সংবাদ মানুষের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছি। সেখাসে সমাজের বা ব্যক্তির স্বার্থ হানি হয়েছে কি? এমন কোন তথ্য তো প্রকাশ করি হয় না। এমন কোন তথ্য প্রকাশ করা হচ্ছে না যে গণমানুষের স্বার্থে আঘাত করা হচ্ছে। তবে কেন? হামলা মামলা করে সাংবাদিকদের গলাটিপে ধরার চেষ্টা চালানো হচ্ছে।
জাতির বিবেকের কাছে প্রশ্ন?
একজন রিপোর্টারের কাজই হলো সঠিক তথ্য বের করা। আমি নিজেও রিপোর্টার। বহুবার অনিয়মের পিছনে তথ্যগুলো, এ ধরনের বিষয় বের করার চেষ্টা করেছি। এর মধ্যে অসুবিধা বা সমস্যার কিছু আমি দেখছি না। যারা বলছেন, আমাদের অসুবিধে হচ্ছে, তারা স্বাধীন বিপক্ষে সাংবাদিকতায় হস্তক্ষেপ করছেন বলে আমি মনে করি। একজন সাংবাদিকের কাজই হচ্ছে সঠিক নির ভূল তথ্য বের করে জনসাধারনের কাছে তা প্রকাশ করা, এবং তা প্রকাশ করা। জাতির কাছে উপস্থাপন করে গণমাধ্যমে বিষয়গুলো প্রকাশ করা।
সাফল্যে ও সফলতা দেখিয়েছেন আমাদের আস্থাশীল ও উন্নয়নের কালজয়ী কান্ডারী দেশ রত্ন মাননীয় প্রধানমন্ত্রী ।সাংবাদিকের
মর্যাদা দাবী ও অধিকার আদায়ে আপনিও সোচ্চার হন। যেখাসে হাই কোর্টের নির্দশনা আছে সাংবাদিক এর নামে মামলা হলে নিজস্ব প্রতিষ্টানের সম্পাদকের অনুমতি রাগবে। আমাদের দেশের প্রচালিত আইন বাহক ইচ্ছা মতো মনগড়া ভিত্তিহীন বানোয়াট মামলা হামলায় গণমাধ্যমকর্মী জরিয়ে দেন মাননীয় প্রধানমন্ত্রী কাছে আমাদের সাংবাদিকদের প্রতি সহনশীলতা দেখন সাংবাদিক হচ্ছে জাতীর বিবেক ।
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
Leave a Reply