মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার শহরে আশংকাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে ছিনতাইকারীর দৌরাত্ম।গত কয়েক দিন ধরে ছিনতাইকারীর কবলে পড়ে সর্বস্ব হারিয়েছে পর্যটকসহ বেশ কিছু স্হানীয়রা।ছিনতাইকারীর ছুরিকাঘাতে আহত ও নিহত হওয়ার ঘটনাও ঘটেছে অহরহ। তেমনি কক্সবাজার শহরে রাত যত গভীর হয় ততই ছিনতাইকারীর দৌরাত্ম বাড়ে। শহরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে কিছু উঠতি বয়সী যুবক ছিনতাইয়ের মত নিকৃষ্ট কাজে লিপ্ত থাকে। বিপদগামী কিছু ছেলে জুপজাড়ে বসে টমটম ও মোটরসাইকেল নিয়ে গ্রুপিং ভাবে ভাগ হয়ে সাধারণ মানুষ ও পর্যটকদের টার্গেট করে মোবাইল ও নগদ টাকাসহ বিভিন্ন মূল্যবান জিনিস পত্র অস্ত্র ও ধারালো ছুরির ভয় দেখিয়ে ছিনিয়ে নিয়ে যায়।গত মঙ্গলবার (১৯ জানুয়ারি) সকাল ১০টার দিকে ৭/৮ জনের একদল ছিনতাইকারী সিন্ডিকেট হোটেল মোটেল জোন থেকে এক পর্যটককে আহত করে দুইটি মোবাইল ফোন ছিনতাই করে দ্রুত পালিয়ে যাওয়ার ঘটনাও ঘটে।এই ঘটনার বিষয় কক্সবাজার সদর মডেল থানায় লিখিত অভিযোগ করা হয়ছে বলেও জানা যায়।তাদের মধ্যে অন্যতম ছিনতাইকারী হিসেবে পরিচিত কক্সবাজার শহরের মৃত আবুল কাসেম এর ছেলে এহছানুর রহমান প্রকাশ রহমানি (২২), ঈদগাঁও পোকখালী ৫নং ওয়ার্ডের পুর্ব নাইক্ষ্যংদিয়া এলাকার মৃত্যু নুরু সালাম এর ছেলে মোঃ আদনান (১৮), কক্সবাজার পৌরসভা ১২ নং ওয়ার্ড ফাতের ঘোনা এলাকার রুবেল (২০), শহরের সমিতি পাড়া এলাকার টমটম ড্রাইভার রানা (২১) ও লাইট হাউজের বাপ্পি (২৩)।তাদের এইসব অপকর্মে অতিষ্ট শহরের সাধারণ মানুষ ও আগত হাজারো পর্যটক।সচেতন মহলের মতে প্রশাসন এই বিষয়ে সোচ্চার হলে অনেক ছিনতাই কমে যাবে।
Leave a Reply