অদ্য ২৭/০২/২০২১ খ্রিঃ সকাল ০৯.৩০ ঘটিকায় কেশবপুর পাইলট স্কুল মাঠে আগামীকাল ২৮/০২/২০২১ খ্রিঃ অনুষ্ঠিতব্য কেশবপুর পৌরসভা সাধারণ নির্বাচন-২০২১ খ্রিঃ অনুষ্ঠানের লক্ষে কেশবপুর পাইলট স্কুল মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্রিফ্রিং প্যারেড অনুষ্ঠিত হয়।
উক্ত ব্রিফ্রিং প্যারেডে কেশবপুর পৌরসভা সাধারণ নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীর সকল অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন জনাব মোহাম্মদ সালাউদ্দিন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ), যশোর।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার বলেন, আগামীকাল অনুষ্ঠিতব্য নির্বাচন অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ করতে আমাদের সবাইকে দায়িত্বশীল থাকতে হবে এবং যে কোন অপ্রীতিকর ঘটনা রুখতে সবাইকে সতর্ক থাকতে হবে। ভোট কেন্দ্রে কোন প্রকার ঝামেলা হতে দেওয়া যাবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ তৌহিদুল ইসলাম, পিপিএম, অতিঃ পুলিশ সুপার, জেলা বিশেষ শাখা, যশোর, জনাব জামাল আল নাছের, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর, জনাব মোহাম্মদ অপু সরোয়ার, অতিঃ পুলিশ সুপার,(সদর), যশোর, জনাব সোয়েব আহমেদ খান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, মনিরামপুর সার্কেল, যশোর, জনাব জুয়েল ইমরান, সিনিয়র সহকারী পুলিশ সুপার, নাভারণ সার্কেল, যশোর, অফিসার ইনচার্জ, কেশবপুর থানা যশোর সহ আনসার বাহিনীর সদস্যগণ ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাগণ।
Leave a Reply