হবিগঞ্জের আজমিরীগঞ্জে সরকার ঘোষিত কঠোর লকডাউনে বিধিনিষেধ বাস্তবায়ন করতে মাঠে কাজ করে যাচ্ছেন উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনী। স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কাজে সর্বদা তাঁরা তৎপর। আইন অমান্য করে যারা জীবন পরিচালনা করছেন তাদের প্রদান করা হচ্ছে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা।
কিন্তু এতে দিনমজুর কর্মহীন মানুষ মানবেতর জীবন চলছে।তাদের জীবনে এসেছে দুঃখের ছায়া। ডাল আনতে যেখানে পান্তা ফুড়ায় সেখানে লকডাউন নামক শব্দটি যেন তারা শুনতে হাস্যকর মনে করেন। অনেক লোকজনের কাছে জানতে চাইলে তারা বলেন,,,মহামারি করোনা ভাইরাসের কারণে প্রশাসন কর্তৃক আমাদের ঘরে অবস্থান করতে বলা হয়েছে।নভেল- কোভিড ১৯ করোনা মহামারি যেমন আমাদের জন্য হুমকি স্বরূপ তাঁর চেয়ে শত গুণ হুমকি আমাদের না খেয়ে থাকা।দিনানিপাত আমরা যা ইনকাম করি তা দিয়ে কোন রকমে আমাদের সংসার চলে। কিন্তু লকডাউনের কারণে আমরা কাজে বের হতে পারি না। তাহলে আমরা খাব কি?
তারা আরো বলেন, সরকার যদি আমাদের খাবারের ব্যবস্থা করে না দেন তাহলে এই লকডাউন তুলে দিক। মানবেতর জীবন কাটানোর চেয়ে স্বাস্থ্য ঝুঁকি নিয়ে মরতে চাই, না খেয়ে নয়।
Leave a Reply