স্টাব রিপোটার:- রাসেল মাহমুদ
মিরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করছে। জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাস কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি নাহিদ গুলনার ইভা আপা র দিকনির্দেশনায় মিরপুর মডেল থানা জিসাস এর পক্ষ থেকে আওয়ামীলীগের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের মিরপুরে ছাত্র দলের পথযাত্রা সভায় ছাত্র দল এবং বিএনপির নেতাকর্মীদের উপর মামলার প্রতিবাদে। প্রতিবাদে গনকর্মচসী ও মানবন্ধন। আয়োজন করা হয়।এতে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ মিরপুর থানার সকল পর্য়ায়ের নেতা কর্মীর।এবং এালাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় শুভেচ্ছা স্বাগত বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মাহমুদ সবার আগে বাংলাদেশ এই বাংলাদেশে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগে ও যুবলীগের কোন অপকৃতি কর কোন পরিস্থিতি মেনে নেওয়া হবে না তাদের বিএনপির সকল অংগ সহযোগী সংগঠনের সকলের মিলে প্রতিহত করার অঙ্গিরার করেন। পাড়া-মহল্লায় যেখানেই তাদের সন্দেহজনক কার্জকলাপ দেখবেন সেখানেই প্রতিরোধ করে উত্তম মাধ্যম দিয়ে আইনের হাতে তুলে দিবেন। এই আহবান রইল বিএনপির সকল অংগ সহযোগী সংগঠনের সকল নেতা কর্মীদের উদ্দেশ্য এই বাংলায় ফ্যাসিস্ট দোসরদের ঠাই নাই। বাংলাদেশ জিন্দাবাদ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উমর হো বেগম খালেদা জিয়া দিঘ্যজী হোক।
Leave a Reply