গাজীপুরের শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ড মাওনা চৌরাস্তার সত ও আদর্শবান সফল ব্যবসায়ী, মরহুম আব্দুল হাই সাহেবের সুযোগ্য বড় ছেলে, পান দোকানদার মোঃ হাসমত আলী।
তিনি ধীর্ঘ ১৫-১৬ বছর ধরে মাওনা চৌরাস্তায় মিষ্টি পান, সহ বিভিন্ন প্রকারের প্রশংসনিয় পান বিক্রি করে আসছেন। শ্রীপুর সহ বিভিন্ন এলাকা থেকে। মিষ্টি পান খাওয়ার জন্য, পুলিশ থেকে শুরু করে সব ধরনের লোক চলে আসেন হাসমত আলীর দোকানে।
শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব মোঃ আলী আজগর বি.কম এর কাছে, হাসমত আলী, এবং উনার ব্যবসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন।
১৫-১৬ বছর আগে তিনি এই পানের ব্যবসা শুরু করেন, এর পর থেকে তাকে আর পিছন ফিরে তাকাতে হয়নি, আস্তে আস্তে হাসমত আলী, তার সততা ও আদর্শ দিয়ে গরে অর্জন করেছেন, সুনাম ও মানুষের ভালোবাসা।
হাসমত আলী, শূধু একজন সফল ব্যবসায়ীই নন তিনি একজন সত, ও আদর্শবান মানুষ। হাসমত আলীর মিষ্টি পানের সুনাম, শ্রীপুর পৌরসভা সহ শ্রীপুর উপজেলার সব যায়গাতেই রয়েছে।
শ্রীপুর পৌরসভা ৮নং ওয়ার্ডের সাবেক সফল কাউন্সিলর আলহাজ্ব মোঃ আব্দুল ছালাম মোল্লা, এর কাছে হাসমত আলী ও তার ব্যবসার ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন।
প্রথমেই হাসমত আলীকে ধন্যবাদ জানাই, তার সততা ও আদর্শকে, তিনি প্রমাণ করেছেন, সততা আদর্শ দিয়ে ব্যবসা করলে, আল্লাহ তায়ালা তার পুরুষ্কার অবশ্যই অবশ্যই দিবেন, আর তার প্রমাণ হচ্ছে, হাসমত আলী।
এই মিষ্টি পানের ব্যাপারে জানতে চাইলে, হাসমত আলী, দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ পত্রিকাকে জানান।
১৫-১৬ বছর ধরে মাওনা পানের ব্যবসা করে আসছেন, পুলিশ সহ সব ধরনের লোকই তার দোকানে পান খেতে আসেন,
পরিশেষ হাসমত আলী সবার কাছে দোয়া চেয়ে বলেছেন, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সততা ও আদর্শ দিয়ে সারাজীবন ব্যবসা করে যেতে পারি।
Leave a Reply