শিরোনাম :
উলিপুরে ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে সাংবাদিকদের লাঞ্ছিত করার অভিযোগ আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে বিএনপির গণসমাবেশ গত আড়াই বছরে বড়থা ডিআই ফাজিল মাদ্রাসায় ঘটে যাওয়া ঘটনার পিছনের নায়ক প্রাক্তন অধ্যক্ষ নুরল ইসলাম খোদাদাদ এর ব্ল্যাক মেইলিং এ মাদ্রাসা ও প্রশাসন বিভ্রান্ত রাজশাহী বরেন্দ্র প্রেসক্লাবের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগের দাবীতে মানববন্ধন মাদ্রাসা থেকে বহিস্কার হওয়ার পরও নির্বাহী অফিসারের দাওয়াতে নিজেকে বর্তমান অধ্যক্ষ দাবি করে হাজির হওয়ার চালাকি করলেন নুরুল ইসলাম খোদাদাদ (প্রাক্তন অধ্যক্ষ বড়থা ডি আই ফাজিল মাদ্রাসা বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাবের নেতৃবৃন্দের সহযোগিতায় বানভাসি মানুষের মাঝে খাদ্য সামগ্রী ও ওষুধ বিতরণ ধামইরহাটে ঘোষ গ্রহণের অভিযোগে সার্ভেয়ার ময়নুল আটক নওগাঁর পত্নীতলা থেকে ফেন্সিডিলসহ ০১ মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‍্যাব-৫ চিলমারিতে অরণ্যের সবুজ উৎসব পালিত

আদালতের আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে -এ,সি,ল্যান্ড উখিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ ফেব্রুয়ারী, ২০২১
  • ২৪৪ বার পঠিত

আবদুর রাজ্জাক,বিশেষ প্রতিনিধি: উখিয়া উপজেলার জালিয়া পালং ইউনিয়নের ইনানী মৌজার বিরোধীয় জায়গা সংক্রান্ত নামজারী আপিল মামলার সরজমিন তদন্ত করতে গিয়ে উখিয়া উপজেলার সহকারী কমিশনার(ভূমি)মোহাম্মদ আমিমুল এহসান খান মামলার বিবাদীদের প্রতি উপরোক্ত নির্দেশ প্রদান করেন।বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এর রাজস্ব আদালতের নামজারী আপিল মামলা নং ৩৬/২০(উখিয়া)ছৈয়দ আহমদ বনাম হাজী ছৈয়দ আলম গং বিরোধীয় জায়গার বিবাদীদে সোমবার (৮ফেব্রুয়ারী)সন্ধ্যা ৬.৩০ টার সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)এর রাজস্ব আদালতে দায়ের করা নামজারী আপিল মামলা নং ৩৬/২০(উখিয়া)সরজমিন তদন্ত করতে যান উখিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি)।এলাকায় বিরোধীয় জায়গা নিয়ে পক্ষ বিপক্ষের মাঝে রক্তক্ষয়ী সংঘাত সৃষ্টি হবার সমূহ আশঙ্কা থাকায় বিরোধীয় জায়গায় শান্তিপূর্ণ স্থিতিশীল অবস্থা বজায় রাখার স্বার্থে পক্ষদ্বয়কে নির্দেশ প্রদান করেন।কক্সবাজার জেলার বিভিন্ন বিজ্ঞ আদালতে বিরোধীয় জায়গা নিয়ে কয়েকটি মামলা চলমান রয়েছে।বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালত এম,আর মামলা নং ৩৪২/২০২১ ইং এর নিষেধাজ্ঞা বারিত আদেশ ফৌজদারি কার্য বিধির ১৪৪ ধারায় মামলার বিবাদী ছৈয়দ আলম গংদের বিরুদ্ধে বিরোধীয় জায়গার শান্তিশৃঙ্খলা স্থিতিশীল অবস্থা বজায় রাখার জন্য মামলার পরবর্তী ধার্যদিন সময় পর্যন্ত ফৌজদারি কার্য বিধির ১৪৪ ধারা জারী করেন।তিনি উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন,বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বাদীপক্ষের আপীলের প্রেক্ষিত মামলার বিবাদী ছৈয়দ আলম গংদের বিরুদ্ধে বিরোধীয় জায়গার উপর নিষেধাজ্ঞা হিসাবে ফৌজদারি কার্য বিধির ১৪৪ ধারা জারী করেন।বিজ্ঞ আদালতের আদেশ যেহেতু বিবাদী গংদের বিরুদ্ধে জারী করা হয়েছে।সেহেতু বিবাদী গংদের বিজ্ঞ আদালতের আদেশ মেনে চলতে হবে।নিষেধাজ্ঞার এই আদেশ মামলার পরবর্তী ধার্য তারিখ ১০/০৩/২০২১ইংরেজী পর্যন্ত বলবৎ থাকিবে মর্মে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ রয়েছে।উল্লেখিত সময়ের মধ্যে বিবাদী গং কতৃক বিরোধীয় জায়গার স্থিতিশীল অবস্থা ভঙ্গ করলে।আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে প্রশাসন কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। পরবর্তী ধার্য তারিখ বিজ্ঞ আদালত যে আদেশ দিবেন সেটাই মেনে চলতে হবে। তিনি বিবাদী গংদের উদ্দেশ্য করে বলেন,আদালতের আদেশকে করে কোন ধরনের শান্তিশৃঙ্খলা ভঙ্গ করার মতো কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলেন।এই জায়গা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে কোন ধরণের সংঘাত যাতে না হয় স্থানীয় জনপ্রতিনিধি ও জনসাধারণের প্রতি আহ্বান জানান। তিনি উভয় পক্ষকে বিরোধীয় জায়গার সপক্ষে দলিলপত্র নিয়ে উপজেলা ভূমি অফিসে উপস্থিত হতে নির্দেশ প্রদান করেন।তবে কোন তারিখ উপস্থিত থাকতে হবে পক্ষদ্বয়কে সেই তারিখটি নির্দিষ্ট করে জানানো হয়নি।উপস্থিত স্থানীয় জনসাধারণ সহকারী কমিশনার (ভূমি)কে জানান,এই জায়গার বিরোধকে কেন্দ্র করে পক্ষদ্বয়ের মাঝে যেন কোন ধরনের সংঘাত সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রাখার জন্য বলেন। বিরোধীয় জায়গাতে সহকারী কমিশনার (ভূমি) উপস্থিত থাকা কালীন সময়ে বিবাদী গংদের পক্ষের কয়েকজন লোক নানা ধরনের উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা যায়।এমনকি উপস্থিত সাংবাদিকদের সামনে বাদী পক্ষের লোকদের খুন করলে কত টাকা খরচ হবে।প্রয়োজনে কোটি টাকা খরচ হলেও করবে বলে এমন হুমকি প্রকাশ্যে দিতে দেখা যায়।বিরোধীয় জায়গাতে গত ২ফেব্রুয়ারী ২০২১ ইংরেজি তারিখ থেকে নানা ঘটনার জন্ম হয়েছে।বিজ্ঞ আদালতের দেওয়া ফৌজদারি কার্য বিধির ১৪৪ ধারার আদেশ ভঙ্গ করা থেকে শুরু করে মামলা হামলাসহ অনেক অঘটন সংঘটিত করা হয়েছে। ঘটানো সকল অঘটনের এবং আজকের এই হুমকি ধমকি সহ সংঘটিত সমস্ত ঘটনার সঠিক তথ্য উপাত্তের উপর ভিত্তি করে একটি প্রতিবেদন প্রকাশ ও প্রচার করা হবে। সেই তথ্য উপাত্ত সমৃদ্ধ ভিডিও ক্লিপ আমাদের কাছে সংরক্ষিত আছে।পরবর্তীতে বিরোধীয় জায়গার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা কালীন সময়ে ঘটে যাওয়া নানা অঘটনের সাথে কাদের সংশ্লিষ্টতা রয়েছে তার সম্পূর্ণ প্রতিবেদন আমাদের প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ায় প্রকাশ ও প্রচার করা হবে।উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আমিমুল এহসান খান বলেন দাঙ্গা হাঙ্গামার মাধ্যমে জায়গার স্বত্ববান হওয়া যায়না।জায়গার সঠিক দলিলপত্র মূলে স্বত্বের মালিক হওয়া যায়। গায়ের জোরে মালিক হওয়া যায়না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published.

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com