আনোয়ারা উপজেলার বরুমচড়া ইউনিয়নে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে বাড়ির আঙ্গিনায় খেলতে গিয়ে পুকুরের পানিতে পড়ে মোহাম্মদ আজান নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সে ঐ এলাকার মাহাফুজুর রহমানের একমাত্র সন্তান।
আজ সোমবার (২২ফেব্রুয়ারী ) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
শিশুটির পিতা মাহাফুজ জানান, বাজার থেকে বাড়ি ফিরে ছেলে কোথায় জিজ্ঞেস করলে পরিবারের বাকি সদস্যরা জানায় আজান বাইরে খেলতেছে , ছেলেকে খুজতে বাইরে গেলে দেখতে পান ছেলে বাড়ির পাশে পুকুরের পানিতে ভাসতেছে।
পুকুর থেকে ছেলের ভাসমান মরদেহ উদ্ধার করে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এদিকে শিশু আজানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
Leave a Reply