সিনিয়র স্টাফ রিপোর্টারঃ মোঃ শাকিল খান রাজু।।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর নবগঠিত কেন্দ্রীয় কমিটিতে গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন ভোলার তিন গর্বিত সন্তান। সহ-সাংগঠনিক সম্পাদক পদে মনপুরার মোঃফরহাদ হাসান, এবং সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে চরফ্যাশনের নোমান হোসেন নিপু ও মনপুরার বেলায়েত হোসেন মনোনীত হয়েছেন।
ঢাকার পুরানা পল্টনে সংস্থার নিজস্ব কার্যালয়ে ২০৫ সদস্য বিশিষ্ট ‘হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল কেন্দ্রীয় কমিটি-২০২৫’ আনুষ্ঠানিকভাবে অনুমোদন দেওয়া হয়। এতে অ্যাডভোকেট মো. আবজাল হোসেন মৃধা মহাসচিব নির্বাচিত হন।
ভোলা জেলার মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের সন্তান মো. ফরহাদ হাসান একজন উচ্চশিক্ষিত ও সংগঠনিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা। তিনি ঢাকা কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স সম্পন্ন করেন। এরপর সেন্ট্রাল ল’ কলেজ থেকে এলএলবি পাশ করে বর্তমানে রাজনীতিতে পিএইচডি করছেন। শিক্ষাজীবনে তিনি ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি ঢাকাস্থ চরফ্যাশন ও মনপুরা জাতীয়তাবাদী ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও সক্রিয়।
নতুন দায়িত্ব পেয়ে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন,
“হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল-এর মতো একটি আন্তর্জাতিক মানের মানবাধিকার সংগঠনের সঙ্গে যুক্ত হতে পেরে আমি গর্বিত। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, তা আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করব। মানবাধিকার সুরক্ষা ও সমাজের পিছিয়ে পড়া মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যেতে চাই।”
অন্যদিকে, সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে নির্বাচিত নোমান হোসেন নিপু ভোলার চরফ্যাশন উপজেলার নুরাবাদ ইউনিয়নের সন্তান। তিনি সরকারি বাঙলা কলেজ থেকে বাংলা বিভাগে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়া একই পদে নির্বাচিত মো. বেলায়েত হোসেন মনপুরা উপজেলার ৪নং দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি শেখ বোরহানউদ্দিন পোস্ট গ্র্যাজুয়েট কলেজ থেকে ইসলামের ইতিহাস বিভাগে অনার্স সম্পন্ন করেন।
সংস্থার পক্ষ থেকে নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আশা করা হচ্ছে, নতুন নেতৃত্ব সংস্থার মানবাধিকার ও সামাজিক উন্নয়নের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করে তুলবে।
উল্লেখ্য, হিউম্যান এইড অ্যান্ড ট্রাস্ট ইন্টারন্যাশনাল একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে দীর্ঘদিন ধরে দেশ-বিদেশে মানবিক ও সামাজিক সেবামূলক কাজে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। নতুন নেতৃত্বের মাধ্যমে সংস্থার ভবিষ্যৎ কর্মপরিকল্পনা আরও সুসংহত ও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply