জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ষ্টাফ রিপোটার, ক্রাইম নিউজ টিভি ২৪ এর ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক বিশ্ব মানচিত্র পত্রিকার স্টাফ রিপোর্টার। মোঃ হুমায়ুন আহমেদ, এর আদরের ছোট ছেলে আবদুল্লাহ আল আফিফ এর ০২/০৩/২০২১ইং রোজ মঙ্গলবার। ৬’তম শুভ জন্মদিন উদযাপন করা হয়।
মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ রোধে সামাজিক দুরত্ব বজায় রেখেই, আবদুল্লাহ আল আফিফ এর পিতা মোঃ হুমায়ুন আহমেদ ও মাতা মোছাঃ নাজনিন নাহার, বড় ভাই আসহান হাবীব অর্ক এবং নানুমনি ডলি আজাদ, মোছাঃ লতিফা বেগম, নানাভাই আবুল কালাম আজাদ, মোজাম্মেল হক, খালামনি মাধবী বালা ও পরিবারের অন্যান্য সদস্যদের মধ্যে মীমবালা, রোহান,সাদিক, ফাতেমা, সিয়াম, মেসকাত,
জুনায়েদ, মুদ্ধ, হাবীবা, সম্পূর্ণ ঘরোয়াভাবে বগুড়া আদমদীঘি গোরগ্রামে নিজ বাড়িতে আবদুল্লাহ আল আফিফ শুভ জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন নওগাঁ উকিলপাড়া সুইচগেট এর সমাজসেবক ও ব্যবসায়ী আবুল কালাম আজাদ ও নারী সংগঠন, মানোবাধিকার,
আওয়ামিলীগ সভানেত্রী
অবন্তিকা মহিলা সমিতির পরিচালক আক্তারুন নেচ্ছা ডলি। আফিফের জন্মদিনে অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি সকলেই তার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আল্লাহর নিকট দোয়া প্রার্থনা করেন।
Leave a Reply