শিরোনাম :
খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…! নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে – জনসভায় এস এ সিদ্দিক সাজু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার রাঙ্গাবালীতে দশ দিনব্যাপী আনসার-বিডিপি প্রশিক্ষণ চলছে রাজনৈতিক সমঝোতার সংকটে বাংলাদেশ—অর্থনীতি ও জনআস্থা কোথায় দাঁড়িয়ে

আমতলিতে জমিদার পত্তনীদের ভুয়া জাল দলিল করে জমি দখলের পায়তারা।

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ১৫৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার: মোঃ নেছার উদ্দিন
বরগুনার আমতলীতে অবৈধ দখলকারী কর্তৃক সৃজিত জাল জালিয়াতি দলিল রেকর্ড মূলে জমিদার কুঞ্জ কামিনী শাহা গং দের প্রদত্ত  প্রজা জোনাব আলী হাওলাদারের বর্তমান ওয়ারিশ হাফেজা বেগমের দখলিও জমি জোরপূর্বক জবরদখল করছেন খোকন হাওলাদার গং  নামের ব্যক্তিরা। এমনটাই অভিযোগ করেছেন জমিদার প্রজাপত্তনের ওয়ারিশ হাফেজা বেগম।
অভিযোগ সূত্রে জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার আরফাঙ্গাসিয়া ইউনিয়নের ঘোপখালি মৌজার আর/এস-২৩৫ নং খতিয়ানের ৩২.৯৫ একর জমির ২১ টি দাগে জমিদার পরিবার কুঞ্জ কামিনী সাহা গং মালিক দখলদার থেকে ৯.২৯ একর জমি ঘোপখালি গ্রামের হাফেজা বেগমের পূর্বপুরুষ জোনাব আলী গংদের বরাবরে প্রজাপত্তন করে  দখল সত্ব দিলে আর/এস – ২৩৯ নং খতিয়ানে মোট ২১ টি দাগে ৪.৭১ একর জমির…………….. ৪.৪৮ একর জমি প্রজা মোসা:  হাফেজা বেগমের পূর্ববর্তী জোনাব আলী প্রজা গংদের নামে রেকর্ড ভুক্ত হয়। কিন্তু প্রজাপত্তন মূলে হাফেজা বেগমের পূর্ববর্তী জোনাব আলী গংদের নামে ৪.৪৮ একর জমি  রেকর্ড ভুক্ত হইলেও দখল  সূত্রে মালিক জোনাব আলি গং ৯.২৯ একর ভোগ দখলে বিদ্যমান ছিল কিন্তু এসএ জরিপে জোনাবআলী গংদের  পূর্ববর্তী জমিদার পরিবারদের নামে ৪.৫৮ একর জমি ২৭৬ নং খতিয়ানে এসএ রেকর্ড ভুক্ত হয়নাই।
যাহা অত্র হাফেজা বেগমের জমিদারদের বসানো প্রজামূলে ১৯৭০ সাল অবধি ভোগ দখলে নাই।
সরজমিনে দেখা যায় যে জমি জবর দখলকারী ভূমি খেকো  ভূমি সন্ত্রাসী,ভূমিদস্যু  খোকন হাওলাদার গং ১৯৭০ সালের প্রলয়ংকারী ঘূর্ণিঝড়ের পরে আনুমানিক ১৯৭০ থেকে ৯০ দশকে বিরোধী ও জমিতে বেআইনিভাবে অবৈধ দখলদার হচ্ছেন। পরবর্তীতে অবৈধ দখলকারীরা নামে বেনামে জাল জালিয়াতি করে কাগজপত্র তৈরি করে সালিশ বৈঠকে কখনো ভুয়া নাম জারি রেকর্ড কখনো ভুয়া কবুলিয়ত উপস্থাপন করছেন। হাফেজা বেগম গংরা বিবাদীদের অবৈধ দখলদারীদের নামীয় কবিলের দলিল এবং নামজারি রেকর্ড এর ফটোকপি চাইলে তারা দিতে অস্বীকার করেন। এতে স্পষ্ট প্রমাণ থাকে যে বিবাদি  খোকন হাওলাদার গং তাদের কাগজপত্রে জাল জালিয়াতির ছাপ রয়েছে। এ বিষয়ে বাদী হাফেজা নিরুপায় হয়ে নালিশি জমির বিষয়ে বিজ্ঞ আমতলী সহকারী জজ আদালতে দেং ১৬৯ /০২৪(আম) নং মোকদ্দমায় অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা সহ শোকজ এর আদেশ বিদ্যমান থাকার পরেও জবরদখোর, ভূমিদস্য খোকন হাওলাদার গং আদালতের নিষেধাজ্ঞা অবমাননা করে অবৈধভাবে জমি দখল করার পায়তারা চালাচ্ছে। সরজমিনে  দেখা গেছে ওই এলাকার লোকজনেরা এ ব্যাপারে তাদের গালমন্দ দেয়।
এ ব্যাপারে বাদী হাফেজা বেগম বলেন,আমাদের পরিবারের যতগুলো লোক আছে আমরা সবাই অসহায়, আমার দাদা জমিদার বাড়ির গোলামী করতেন। আর তৎকালীন সময় জমিদাররা আমাদের অসহায়ত্ব দেখে আমাদের প্রজা হিসেবে আমাদের নামে জমি দিয়ে যান। আর সেই জমিতে খোকন হালদার গং ভুয়া বানোয়াট ও জাল জালালিয়াতি করে কাগজপত্র বানিয়ে আমাদের সাথে মোকাবেলা করেন।
এ ব্যাপারে মো: খোকন হালদার বলেন,আমাদের জমি জমা সঠিক আমরা কাগজপত্র দেখাতে চাই কিন্তু সময়ের ব্যাপার।
এ ব্যাপারে আইনি পরামর্শদানকারী এডভোকেট মোঃ জহিরুল ইসলাম বলেন,………
এ ব্যাপারে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকনুজ্জামান খান বলেন,জমি- জমা নিয়ে যদি আদালতে কোন মামলা থাকে তাহলে আদালতের সিদ্ধান্ত নিয়েই আগাতে হবে। যেখানে স্পষ্ট আদালতে মামলা চলাকালীন অবস্থায় দুই পক্ষের কেহই জমি দখলে থাকিতে পারবেন না। এটা সুস্পষ্ট সরকারি বিধিমালা। তবে অভিযোগ পেলে আমরা আইনগত ব্যবস্থা নেব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com