স্টাফ রিপোর্টার্সঃ মোঃ নেছার উদ্দিন
বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার সম্মানিত আমির ও বরগুনা-১ আসনের কান্ডারী অধ্যাপক মহিবুল্লাহ হারুন আমতলীর মহিষকাটা বাজারে ব্যাপক জনসংযোগ কর্মসূচি পরিচালনা করেছেন। এ সময় তিনি বাজারের ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেন এবং তাদের মতামত গ্রহণ করেন।
জনসংযোগে তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমতলী উপজেলা শাখার আমির অধ্যাপক মাওলানা ইলিয়াস হোসাইন, উপজেলা সেক্রেটারি মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা নায়েবে আমির নাজমুল হোসাইন, বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশন আমতলী উপজেলা শাখার সভাপতি মির খায়রুল ইসলাম, কুকুয়া ইউনিয়ন জামায়াতে ইসলামী শাখার সভাপতি মাওলানা মোঃ আখতার হোসাইন, সহ-সভাপতি মোহাম্মদ শফিকুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।
কর্মসূচিতে বক্তারা বলেন, “দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা, জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং একটি কল্যাণমুখী সমাজ গড়ে তোলার সংগ্রামে জামায়াতে ইসলামী অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনা ও গণতন্ত্রকে সুসংহত করা আমাদের অন্যতম অঙ্গীকার।”
Leave a Reply