০৫ মার্চ ২০২১ ইং
ইমাম হাসান আল বাসরি (রা:) কে জিজ্ঞেস করা হয়েছিলো – মানুষ আপনাকে কত কিছু বলে ,অথচ আপনি এভাবে নির্লিপ্ত থাকেন কেনো? হাসান আল বাসরি (রা:) জবাব দিলেন “ আমি জন্মেছিলাম একা;যেদিন মারা যাবো সেদিনও আমি একাকী থাকবো;কবরে আমি একাই শায়িত হবো;যেদিন আল্লাহকে সামনে রেখে সব কাজের জবাব দিবো সেদিনও আমাকে একাই দাঁড়াতে হবে,এরপর যদি আমার জন্য জাহান্নাম ফয়সালা হয় সেখানেও একাই পুড়তে হবে ,আর যদি জান্নাতের ফয়সালা হয় সেখানেও আমি একাই প্রবেশ করবো । তাই মানুষ কি বললো না বললো তাতে আমার কি ই বা আসে যায় ,মানুষের সাথে আমার কি ! আল্লাহ জানেন আমরা কে কেমন ,তিনি জানলেই যথেষ্ট!
মোঃ মোজাম্মেল হোসেন বাবু
স্টাফ রিপোর্টার
দৈনিক বাংলাদেশ ক্রাইম সংবাদ
Leave a Reply