লক্ষ্মীপুর জেলা ব্যুরোঃ১৬/০২/২০২১ ইংচন্দ্রগন্জ থানা আওয়াতা ১৮ নং কুয়াখালী ইুনিয়ন ৫ নং ওয়ড আওয়ামীলীগের সভাপতি আলীহোসেন ব্যপারির মৃর্তুতে ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শোকসভা করাহয়। উক্ত সভার সভাপণ্ডিত করেন ভারপ্রাপ্ত সভাপতি মোঃ দুলাল মাঝি।
উক্তসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগন্জ থানা আওয়ামীলীগের আহ্বায়ক আবুল কাসেম চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দ্রগন্জ থনা চৌদ্দদলীয় জোটের যুগ্ন আহবায়ক এডঃ সামসুল হক,১৩নং দিঘলী ইউনিয়নের সাবেক চেয়রম্যন ইসমাইল হোসেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আঃ রহমান, দিনমোহাম্মদ গোলন্দাজ, শাহাজান শিরাজ। এইচ এম আঃ খালেক, লক্ষ্মীপুর জেলা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি সোয়েব হোসেন মিন্টু, ইউনিয়ন আওয়ামীলীগের তথ্যওগবেসনা সম্পাদক মনিরুল ইসলাম ইউসুপ জনতা ডিগ্রি কলেজের বাংলা প্রভাষক রাফি নাহিদ।
১৩ নং দিঘলী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বাবুল ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুগ্ন আহ্বায়ক কামাল পাটওয়ারী,, মোঃ খোকন,মোঃ জসিম উদ্দিন, ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি কাজি দেলোয়ার হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ন আহ্বায়ক গিয়াস উদ্দিন
বক্তারা মরহুম আলীহোসেন ব্যপারির গুণ কির্তন নিয়ে আলোচনা করাহয় আলীহোসেন ব্যাপারী একজন সত ব্যবসায়ী ছিলেন তিনি মধনা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে ছিলন তিনি মদনা নতুন মসজিদ প্রতিষ্টাতা ও সভাপতি ছিলেন, তিনি সামাজিক সকল ভালো কাজের উদ্যাক্তছিলেন গরিব দূখি মেহনিতি মানুষের আশ্রয়স্থল ছিলেন। তাহার অবাব অফুরনিয়। তাই সকলে আলীহোসেন ব্যপারির বিদায়ি আত্যার মাতফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করে ও সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। সভা পরিছালনা করেন মনিরুল ইসলাম ইউসুপ।
Leave a Reply