
জাহাঙ্গীর আলমক্রাইম রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া
১৬/১১/২০২৫ খ্রি. দুপুর ১৪:৩০ ঘটিকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম থানা এলাকায় অভিযান পরিচালনাকালীন গোপন সংবাদের ভিত্তিতে অত্র থানাধীন চর চারতলার গোল চত্বর এলাকা হতে ০১টি কাভার্ড ভ্যান সহ ০১ জন চোরাকারবারীকে আটক করে। এ সময় কাভার্ড ভ্যান তল্লাশী করে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পন্থায় আনা (ক) NIVEA SOFT CREAM ২৩০৪ (দুই হাজার তিনশত চার) পিস, (খ) NIVEA LOTION ৩২৪ (তিনশত চব্বিশ) পিস, (গ) POND’S FACE WASH ৩১২০ (তিন হাজার একশত বিশ) পিস, (ঘ) CLOBETASOL PROPIONATE & GENTAMICIN SULPHATE CREAM ৫৩,৫০৮ (তিপ্পান্ন হাজার পাঁচশত আট) পিস অবৈধ মালামাল উদ্ধার করে। উপরোক্ত চোরাচালানকৃত মালামাল সমূহের আনুমানিক বাজার মূল্য প্রায় ১,৫০,০০,০০০(এক কোটি পঞ্চাশ লক্ষ) টাকা উদ্ধারপূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে জব্দ করে।
গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানা:
১। মোজাজিদ (২৩)
পিতা- রুবেল হোসেন
মাতা- মোছাঃ ফুলসুরত খাতুন
সাং- শ্রীকোনা
থানা-শার্শা
জেলা-যশোর।
এ সংক্রান্তে আশুগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে।
Leave a Reply