স্টাফ রিপোর্টার পারভেজ দেওয়ান:আশুলিয়ায় একটি মাছের ঘের থেকে মাদ্রাসা পড়ুয়ার দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার বাইপালের শান্তিনগর এলাকার একটি মাছের ঘের থেকে লাশ দুটি উদ্ধার করে আশুলিয়া থানা পুলিশ। তারা হলো পাবনার আমিনপুর থানার রতন মিয়ার ছেলে মিলন হোসেন (১০) ও জামালপুরের সারদা গঞ্জ থানার জিয়াউল হোসেনের ছেলে মানিক হোসেন (৮) তারা স্থানীয় একটি মাদ্রাসায় পড়তো বলে জানা গেছে। পুলিশ বলেছে সকালে ওই মাছের ঘেরে পানিতে ভাসমান অবস্থায় দুই শিশুর মরদেহ দেখতে পায় স্থানীয়রা। খবর পেয়ে লাশ উদ্ধার করে সোহরাওয়াধী হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। সাভার সার্কেল সহকারী পুলিশ সুপার শাহিনুর কবির বলেন কিভাবে তাদের মৃত্যু হয়েছে তা তদন্ত করা হচ্ছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply