শিরোনাম :
আমতলীতে জামায়াতে ইসলামীতে যোগ দিলেন ফরিদ উদ্দিন মাতুব্বর ও গাজী মোঃ সালাম ব্রাহ্মণবাড়িয়া ডিবি কর্তৃক ১০ কেজি গাঁজা ও ০১টি অটোরিক্সা সহ ০৩ জন মাদক কারবারী গ্রেফতার। দাউদকান্দিতে বেগম রহিমারোশন মাদরাসায় অভিভাবক কাউন্সেলিং। সাবেক এমপি মোস্তফা কামাল পাশার উদ্যেগে সন্দ্বীপে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত। বরগুনার আমতলীতে অভিযান চালিয়ে ৬২ বস্তা অবৈধভাবে মজুদ করা সরকারি সার জব্দ করেছে পুলিশ ও কৃষি বিভাগ গলাচিপা নির্বাহী আদালতের পেশকার আবু জাফর এর বিরুদ্ধে ঘুষ ও দুর্নীতির অভিযোগে আদালত বর্জন ঘোষনা শিক্ষা ব্যবস্থার উন্নয়নে বিএনপির অঙ্গীকার: আনোয়ারুজ্জামান আনোয়ার সংবাদ প্রকাশের পর দূর্গাপুরে ভুয়া আল আকশা ডায়াগনস্টিক সেন্টার বন্ধের নির্দেশ গণতন্ত্র বনাম রাজনীতি: সংকটে বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়া রাজশাহীতে বহিষ্কৃত ডিবি হাসানের সহযোগীদের চার্জশিটে অন্তর্ভুক্তির দাবি

আশুলিয়ায় গাজীরচট এলাকায় সাংবাদিক পরিচয় ফিটিংয়ার চেষ্টা, নারী সহ ৪জন আটক।

মোঃ সোহেল রানা স্টাফ রিপোর্টার:
  • আপডেট টাইম : শনিবার, ৬ মে, ২০২৩
  • ২৪০ বার পঠিত

 

সাভারের আশুলিয়ায় প্রতিবন্ধী সন্তানকে হাসপাতালে নেওয়ার সহায়তা চেয়ে এক যুবকে বাসায় ডেকে নিয়ে মুক্তিপন আদায়ের অভিযোগে ফিটিং চক্রের এক নারীসদস্য সহ ৪জনকে আটক করেছে থানা পুলিশ।
এ সময় ভুক্তভোগের কাছ থেকে বিকাশে টাকা আনার পরেও তাদের কে আটক দিয়ে রেখেছে,
আরো টাকা আনার চেষ্টা করে থাকে, ভুক্তভোগের বাবা-মা টাকা সংগ্রহ করতে না পেরে পুলিশের সহযোগিতা নেয়।
এ সময় তাদের নিকট হতে এক ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
শুক্রবার (৫ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান।
এরআগে গতকাল বৃহস্পতিবার (৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আশুলিয়ার উত্তর গাজীরচট রিপন ভূঁইয়ার মালীকানাধীন ভাড়া বাড়ী থেকে তাদেরকে আটক করা হয়।
আটকরা হলো- যশোর জেলার বাঘারপাড়া থানার ঠাকুরকাঠি এলাকার মোঃ জালাল বিশ্বাস ছেলে মোঃ তরিকুল ইসলাম তারেক (৩৬), চাপাইনবাবগঞ্জ জেলার সদর থানার চাদলা গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে মোঃ আঃ কাদের (৩৩), বরিশাল জেলার মুলাদী থানার বাহেরচর এলাকার মোহাম্মদ আলীর ছেলে মোঃ শাহআলম (৩৮) ও ভোলা জেলার মনপুরা থানার চরযতিন এলাকার কামাল উদ্দিনের মেয়ে শারমিন নাহার (৩০)। তারা সবাই আশুলিয়ার বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থাকতো বলে জানা যায়।

ভুক্তভোগী সুমন রেজা (২৭) ঢাকা জেলার ধামরাই থানা রোড দক্ষিণপাড়া এলাকার মোঃ মান্নানের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গতকাল বৃহস্পতিবার বিকলে ৫টার দিকে সুমন রেজা নামের এক যুবক উত্তর গাজীরচট হইতে পায়ে হাটিয়া ইউনিক বাসস্ট্যান্ড যাওয়ার সময় শারমানি নাহার তাহার নিকট গিয়ে জানায় তার প্রতিবন্ধী সন্তান আছে। সে খুব অসুস্থ্য তাহাকে হাসপাতালে নিতে হবে। পরে সুমন সরল বিশ্বাসে তার বাসায় যায়।
বাসায় প্রবেশ করার সাথে সাথে আরও তিনজন রুমে ঢুকে সুমনকে বিভিন্ন ধরনের প্রশ্ন করতে থাকে। শারমিন নাহারের সাথে সুমনের অবৈধ সম্পর্ক আছে বলিয়া রুমের ভিতর আটক রাখিয়া এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারিয়া শরীরের বিভন্ন স্থানে জখম করে। পরে তারা তার নিকট ৫০ হাজার টাকা মুক্তিপন দাবী করে। টাকা দিতে রাজি না হওয়ায় তারা সুমনকে উলঙ্গ করে মোবাইল ফোনে নগ্ন ভিডিও ধারন এবং টাকা না দিলে ছবি/ভিডিও ভাইরাল করার হুমকি দেয়।

এ সময় সুমনের নিকটে থাকা ২ হাজার ৭৫০ টাকা ছিনিয়ে নেয় তারা। পরে বিকাশের মাধ্যমে টাকা আনার জন্য চাপ প্রয়োগ করে। এ সময় তারা তাকে খুন করিয়া লাশ গুম করার হুমকি প্রদর্শণ করে। পরে বিষয়টি তাদের বন্ধুদের জানালে তার বন্ধুরা বিষয়টি থানায় অবহিত করে। পরে পুলিশ তথ্য প্রযুক্তির সহায়তায় ঘটনাস্থল থেকে সুমনকে উদ্ধার করে এবং এ ঘটনার সাথে জড়িত এক নারীসহ ৪জনকে আটক করে।

ভুক্তভোগী সুমন রেজার বরাত দিয়ে পুলিশ জানায়, আটককৃতদের মধ্যে তরিকুল ইসলাম তারেক, আঃ কাদের ও শাহআলম নিজেদেরকে সাংবাদিক পরিচয় দিয়ে সুমনকে বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শণ করে।

আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল হাসান, ঘটনার খবর পেয়ে আমরা তথ্য প্রযুক্তির সহায়তায় দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে গিয়ে অপহৃত ভুক্তভোগীকে উদ্ধার করি। এ সময় এক নারীসহ ৪জনকে আটক করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। সেই মামলায় আজ দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com