শিরোনাম :
কসবা–আখাউড়া আসনে বিএনপির হাল ধরলেন মশিউর রহমান কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে বিদেশী পিস্তল, গুলি ১২ কেজি গাজা উদ্ধার আশুগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি সিগারেটসহ একজন গ্রেফতার খুশি চরফ্যাশন ও মনপুরা সাধারণ জনগণ গলাচিপায় নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, আত্মহত্যা না রহস্য? ভোলা জেলা ৪টি সংসদীয় আসনে বিএনপির প্রার্থী চূড়ান্ত। বগুড়া-৫ আসনে বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ রাজশাহীর ছয়টি আসনের দুটিতে নতুন মুখ, চারটিতে প্রবীন রাজনীতিবিদ কথা-কবিতা-গান-সম্মাননায় সাউন্ডবাংলার অনবদ্য আয়োজন অনুষ্ঠিত আটঘরিয়ায় বিতর্ক প্রতিযোগিতায় পারখিদিরপুর মাধ্যমিক বিদ্যালয় প্রথম

আশুলিয়ায় গাড়ি চোর চক্রের ৩ সদস্য আটক।

স্মৃতি রানি, স্টাফ রিপোর্টার, সাভার ঢাকা।
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৭ সেপ্টেম্বর, ২০২১
  • ৬৯৭ বার পঠিত

সাভার আশুলিয়া থেকে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্যকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব – ১। এসময় তাদের কাছ থেকে চোরাইকৃত ২ টি পিকআপ, ৩ টি মোবাইল ফোন এবং নগদ ১ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার ( ৭ সেপ্টেম্বর ) সকালে এতথ্য জানান – র‍্যাব – ১ এর সহকারী পরিচালক ( অপস ) এএসপি নোমান আহমদ।

এর আগে গত ৫ সেপ্টেম্বর রাতে আশুলিয়ার জিরানী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো – মোঃ আরিফুল ইসলাম ( ৩১ ) মোঃ শরিফুল ইসলাম ( ৩০ ) ও মোঃ নুর উদ্দিন ( ১৯ ) তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

র‍্যাব – ১ এর সহকারী পরিচালক ( অপস ) এএসপি নোমান আহমদ জানান – মোঃ সজীব খলিফা নামের এক যুবকের একটি পিকআপ সাভারের রাজালাক সহকারী নার্সারী ও উপজেলা মডেল মসজিদের মাঝামাঝি গলি থেকে চুরি হয়। তিনি তার পিকআপটি আশেপাশের বিভিন্ন স্থানে খোজাখুজি করে কোথাও না পেয়ে বিষয়টি র‍্যাব- ১ কে অবহিত করেন। এরই পেক্ষিতে র‍্যাব চোরাই দলের সদস্যদের খুজে বের করে আইনের আওতায় আনতে দ্রুততার সঙ্গে তদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এ অবস্থায় থেকে তাদের আটক করা হয়।

তিনি আরো জানান – আটককৃত আসামিদের প্রাথমিক জিঙ্গাসাবাদে জানা যায় – তারা সংঘবদ্ধ গাড়ি ছিনতাই ও চুরি চক্রের সক্রিয় সদস্য। এই চক্রের সঙ্গে ১০-১২ জন জড়িত। সিন্ডিকেটের সদস্যরা দেশের বিভিন্ন এলাকা থেকে গাড়ি ছিনতাই ও চুরি করে। এই চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে সক্রিয় রয়েছে র‌্যাব।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com