মোঃখাইরুজ্জামান সজিবঃ আজ বিকাল সাড়ে চারটার সময় খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার ১নং জলমা ইউনিয়নের। ৯নং ওয়ার্ড পুটিমারী উত্তর পাড়া এলাকার গন্যমান্য ব্যাক্তি মুরোব্বীও মা বোনদের সাথে মতবিনিময় সভা করেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১নং জলমা ইউনিয়নে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী চেয়ারম্যান পদ প্রার্থীও সাবেক ১নং জলমা ইউনিয়নের বার,বার নির্বাচিত জনতার জননন্দিত সফল চেয়ারম্যানও আওয়ামীলীগ নেতা আব্দুল গফুর মোল্য। এসময় উত্তর পাড়া বাসী বলেন আব্দুল গফুর মোল্যা ব্যাতিত ১নং জলমা ইউনিয়নে চেয়ারম্যান হিসেবে অন্য কারোরে। দেখতে চাইনা সকলে তাকে দোয়াও আর্শীবাদ করেন।
Leave a Reply