ইসলামপুরে মুজিববর্ষে ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে ঘর বিতরণ
আমিনুর ইসলাম, স্টাফ রিপোর্টার:
জামালপুরের ইসলামপুরে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমি ও ঘর বিতারণ কার্যক্রম শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে বুধবার সকালে ফরিদুল হক খান দুলাল অডিটোরিয়ামে শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে চতুর্থ পর্যায়ে(২ধাপে) ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে জমির দলিল ও ঘরের চাবি হস্তান্তর করা হয়।উপজেলা প্রসাশন আনুষ্ঠানিক ভাবে ৪৯টি পরিবারের মাঝে দলিল ও চাবি হস্তান্তর করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে সহকারী কমিশনার ভূমি আশরাফ আলীর সঞ্চালনায়,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এড.এসএম জামাল আব্দুন নাসের বাবুল,এসময় উপস্থিত ছিলেন,মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামাল আবু নাসের চৌধুরী চার্লেস, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফারুক আল আজাদ ফয়সাল, প্রাণি সম্পদ কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, সমাজ সেবা কর্মকর্তা রুহুল আমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু, ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনসহ আর অনেকে।
Leave a Reply