“এসো সবাই মিলিত হয়” এই স্লোগানে ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির বার্ষিক পারিবারিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২ জানুয়ারী) উপজেলা ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির মিলন মেলা নাটোর জেলার লালপুর গ্রীনভ্যালী অবসর বিনোদন পার্কে সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে মিলন মেলাকে প্রানবন্ত করেন ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক পরিবারের সদস্যরা।
পারিবারিক মিলন মেলা ও বনভোজনে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি আঃ রহিম, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ টিপু সুলতান,দপ্তর সম্পাদক রুবেল সহ সমিতির সকল সদস্যবৃন্দ।
এ সময় ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির সভাপতি আঃ রহিম সংক্ষিপ্ত আকারে অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, এতো পরিবারের আয়োজনে একসাথে এই মিলন মেলা ভ্রাতৃত্বের বিশাল দৃষ্ঠান্ত। মধ্যাহ্ন ভোজ শেষে ব্যাবসায়ী মালিক পরিবারের পুরুষ মহিলা ও বাচ্চাদের বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ও সকল অতিথিদের শুভেচ্ছা পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে আমন্ত্রিত অতিথিদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উল্লেখ্য ২০২০ সাল থেকে ঈশ্বরদী উপজেলা ইলেকট্রিক ব্যাবসায়ী মালিক সমিতির বার্ষিক পারিবারিক মিলন মেলা ও বনভোজন অনুষ্ঠিত হয়ে আসছে।
Leave a Reply