শিরোনাম :
দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে নবাগত পুলিশ সুপার মহোদয়ের মতবিনিময় সভা। মাধবপুরে পুলিশের অ্যাসল্ট মামলায় গ্রেপ্তার-২১, এলাকায় আতঙ্ক আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ছারছীনা দরবার শরীফের ১৩৫ তম ঈসালে ছওয়াব মাহফিল ও হিযবুল্লাহ সম্মেলন-২০২৫। তারেক রহমানের দেশে না-ফেরা: সংকট, নিয়ন্ত্রণ ও বাংলাদেশের রাজনীতির অদৃশ্য সমীকরণ পদক্ষেপ বাংলাদেশ এর বিজয় মাসের প্রথম প্রভাত নওগাঁয় গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত পুলিশ সুপারের মতবিনিময় সাওতুল কুরআন নূরানী কিন্ডারগার্টেন মাদ্রাসায় অভিভাবক সমাবেশ মাওলানা আবুল কালাম আজাদ (রহ.) স্মরণে বিশাল আয়োজন বক্তব্য রাখলেন চুয়াডাঙ্গা–২ আসনের এমপি প্রার্থী মোঃ রুহুল আমিন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাশিমপুর ৪ নং ওয়ার্ড বিএনপি’র মিলাদ ও দোয়া মাহফিল। রাজশাহীতে সাংবাদিকদের ওপর এনসিপি নেতাদের চড়াওয়ের ঘটনায় রাজশাহী প্রেসক্লাবের নিন্দা গলাচিপায় আইনশৃঙ্খলা সভায় বিজয় দিবস ও বুদ্ধিজীবী দিবস উদযাপনে ব্যাপক প্রস্তুতি তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন মায়ের প্রতি ভালোবাসা, দায়িত্ববোধ এবং অতীতের নির্মম স্মৃতি। —ড. জিয়াউদ্দিন হায়দার তরুণ ভোটারদের ভোটদানে আহ্বান আমিনুল হক বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অনুমোদন চাঁপাইনবাবগঞ্জ টোল প্লাজায় পুলিশের চোখ ফাঁকি ব্যর্থ — আমেরিকান পিস্তলসহ যুবক গ্রেপ্তার নলডাঙ্গায় বিএনপির মনোনীত প্রার্থী দুলুর পক্ষে নির্বাচনী প্রচারণা। ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিক পরিবারের ওপর হামলা ভাংচুর লুটপাট প্রতিবাদ করলে নারী নির্যাতন মামলার হুমকি গাজীপুর শ্রীপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আদাবরে মিলাদ মাহফিল অনুষ্ঠিত সংবাদ প্রকাশের জেরে ফ্যাসিস্ট আ.লীগ নেতার নেতৃত্বে মানববন্ধন জামালপুর-মাদারগঞ্জে ২০১ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক এক সাথে পরীক্ষা বর্জন ‎রাজশাহী দুর্গাপুরে নবাগত ইউএনও’র যোগদান

উজানে ভারী বৃষ্টিতে তিস্তার পানি আবারও বাড়ছে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫
  • ১০৩ বার পঠিত

আশীষ বিশ্বাস
সিনিয়র স্টাফ রিপোর্টার

বাংলাদেশের উত্তরাঞ্চলে ও ভারতের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ চলছে টানা বৃষ্টিপাত, ফলে গত দুইদিনের
ভারী বৃষ্টিতে তিস্তার পানি আবারও বাড়ছে, সুত্র মতে উজানের ভারতের জলপাইগুড়ি, কোচবিহার থেকে মেখলিগঞ্জ ও বাংলাদেশের নীলফামারী ডালিয়া তিস্তা নদীতে পানি বাড়ছে,( ৬ অক্টোবর ) সোমবার মধ্য রাত থেকে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার ২০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। যা বাংলাদেশের দিকে ধেয়ে আসছে। অপর দিকে গত ৪৮ ঘন্টায় তিস্তায় ৩৭ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে।

পাশাপাশি সোমবার মধ্যরাত থেকে বেলা ১১,৩০ পর্যন্ত তিস্তা নদীর পানি নীলফামারীর ডালিয়া তিস্তা ব্যারাজ পয়েন্টে ৯ ঘন্টায় ১৩ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার (৫২.১৫) দশমিক ৯ সেন্টিমিটার (৫২.০৬) নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল ও পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে যে কোন সময় তিস্তার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। এতে করে তিস্তা ব্যারাজের ৪৪টি স্লুইচগেট খুলে রেখে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারাগণ নজরদারী করা শুরু করেছে। বর্তমানে তিস্তা অববাহিকায় কমলা সর্তকাবস্থা জারী করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী কর্মকর্তা অমিতাভ চৌধুরী। সুত্র মতে আগামী ২৪ ঘণ্টা তিস্তার পানি বৃদ্ধি অব্যাহত থাকবে, তাই তিস্তা অববাহিকায় যে কোন সময় বিপৎসীমা অতিক্রম করে সাধারণ বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। তিস্তা নদীর অববাহিকায় নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, লালমনিরহাট- এই পাঁচ জেলার নিন্মাঞ্চল ও চরাঞ্চল প্লাবিত হওয়ার ঝুঁকি রয়েছে।

এদিকে তিস্তা নদী ফুঁসে উঠায় তিস্তাপাড়ের নিন্মাঞ্চল ও চরবেষ্টিত গ্রামে বসবাসকৃত কৃষক পরিবারের মাঝে চিন্তার ভাজ পড়েছে। গত আগষ্ট ও সেপ্টেম্বর তিন দফায় তিস্তার বন্যায় এ সকল পরিবারের বোনা আমনধানের ক্ষেত ক্ষতিগ্রস্থ হয়। পানি নেমে গেলে সেখানে তারা পুনরায় আমন চারা রোপন করেছে। এখন পুনরায় তিস্তায় বন্যাহানা দিলে কৃষক পরিবারগুলো পথে বসবে বলে মন্তব্য করেছেন তিস্তাপাড়ের টেপাখড়িবাড়ি ইউনিয়নের ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন। তিনি বলেন গত তিন দফা বন্যায় আমার ইউনিয়ন এলাকায় ২০ হেক্টর আমন ক্ষেত সম্পূর্নক্ষতিগ্রস্থ হয়। একই কথা জানালেন তিস্তাপাড়ের পূর্বছাতনাই ইউনিয়নের ইউপি চেয়ারম্যান আব্দুল লতিফ খান। তিনি জানান, গত আগষ্ট মাসের তিন দফা বন্যায় তার এলাকায় ৫০ হেক্টর জমির আমন ধান চারা নস্ট হয়। এ ছাড়া খগাখড়িবাড়ি, খালিশাচাঁপানী,ঝুনাগাছ চাঁপানী এলাকায় ৫০ হেক্টর আমন ক্ষেত নস্ট হয়। সেখানে নতুন করে কৃষকরা চারা রোপন করেছে। এবার বন্যা হলে আর করার কিছুই থাকবে না।গুড় মুন্ডা ইউনিয়নে

কৃষক মোঃ ফয়জ উদ্দিন তিনি বলেন যেটুকু ধান আমার জমিতে হয়েছে এটুকু আমি কাটতে পারব না বন্যায় তলিয়ে গেছে আমার পরিবার নিয়ে আমাকে না খেয়ে থাকতে হবে, ঝুনাগাছা চা পানি একজন কৃষক বলেন আমার সব ধান তলিয়ে গেছে আমি কি করে সংসার চালাবো,

এলাকাবাসী জানায় তিস্তা নদীর ভাঙ্গন রোধে দীর্ঘমেয়াদী উদ্যোগ না নিলে প্রতিবছর একই দুর্ভোগ পোয়াতে হবে। তারা সরকারের কাছে দ্রুত টেকশই বাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন

তবে নদীর পানি যদি আবারও বাড়ে
তাহলে পরিস্থিতি ভয়াবহ হয়ে পারে
সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এদিকে তিস্তার পানি বৃদ্ধি ও
অব্যাহত বর্ষণের কারণে শুধু ছাতনাই, গুরমুন্ডা নয় কালিগঞ্জ জিরো পয়েন্টে সংলগ্ন বাধে ভাঙ্গনের আশঙ্কা দেখা দিয়েছে
ওই এলাকায়ও নদী ও পানি বাঁধের উপর দিয়ে প্রবাহিত হচ্ছে যা স্থানীয় জনগণের আতঙ্ক সৃষ্টি করছে

বর্তমানে বাঁধের উপর শতাধিক পরিবার তাদের গবাদি পশুও খাদ্য সামগ্রী মূল্যবান জিনিসপত্র নিয়ে অবস্থান করছে।
খাদ্য, ও বিশুদ্ধ পানীয় চিকিৎসা শংকটে ভুগছেন নারী ও শিশুরা

সংস্কার কার্যক্রমে উপস্থিত ছিলেন। নীলফরী জেলা আমি অধ্যক্ষ মাওলানা আব্দুর ছাতার।
ডিমলা উপজেলা আমির অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান, ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতা কর্মীরা ও সাধারণ জনগণ।

শেষে উপস্থিত সবাই তিস্তা তীরবর্তী মানুষের নিরাপদ ও কল্যাণের জন্য মহান আল্লাহ দরবারে দোয়াকরেন আল্লাহ আপনি তিস্তা এলাকার মানুষের হেফাজত করুন আমীন

এদিকে বিভিন্ন সুত্র জানায়, তিস্তা নদীতে উজানের ভারী বৃষ্টি পাতের সাথে গোজলডোবা ব্যারাজ থেকে গত কয়েকদিনে দফায় দফায় পানি ছাড়া হচ্ছে। বাংলাদেশের ডালিয়া তিস্তা ব্যারাজ থেকে উজানের জলপাইগুড়ি গোজলডোবা পর্যন্ত ১১০ কিলোমিটার । সেখান থেকে পানি ছাড়া হয়। এতে তিস্তা ভয়ংঙ্কর হয়ে উঠছে। সুত্র মতে গত তিন দিনে গোজলডোবা থেকে ছয় হাজার ,চার হাজার ৭০০ কিউসেক ও ১হাজার ৯ কিউসেক পানি ছাড়া হয়। সোমবার (১১অক্টোবর) মধ্যরাত থেকে পানি ছাড়া হয় ১ হাজার৭২৮ ও বেলা সারে ১১টায় পানি ছাড়া হয় আরও দুই হাজার কিউসেক। এ ভাবে দফায় দফায় পানি ছাড়া হচ্ছে বলে সুত্রটি নিশ্চিত করে। সুত্রমতে তিস্তা নদীর ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে মধ্যরাত থেকে বিপৎসীমার (৬৫.৯৫) ১৮ সেন্টিমিটার (৬৬.১৩) উপর দিয়ে প্রবাহিত হচ্ছি বলে খবরে বলা হয়। সেখানকার তিস্তায় লালসংকেত জারী করা হয়েছে।

এদিকে, বাংলাদেশের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে বলা হয়েছে, উজান থেকে গোজলডোবা থেকে ভারী বৃষ্টির সাথে বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে আগে থেকে বাংলাদেশকে কিছু জানানো হয়না। ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন গোজলডোবা থেকে ভারত যে বাড়তি পানি ছেড়েছে, সে ব্যাপারে বাংলাদেশের কাছে অফিশিয়াল কোনও খবর নেই।

তবে ভারতীয় বিভিন্ন মিডিয়ায় প্রকাশিত খবরে বলা হয় গজলডোবা বাঁধ দিয়ে হঠাৎ করে এত বিপুল পরিমাণ পানি ছেড়ে দেওয়ার বিষয়ে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সেচ দপ্তর থেকে জানানো হয়েছে, বাংলাদেশের মতো ভারতের জলপাইগুড়ি,দার্জিলিং কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়ও গত তিনদিন ধরে লাগাতার বৃষ্টি হচ্ছে। ফলে জলপাইগুড়ি দোমোহনি, মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত তিস্তার অসংরক্ষিত এলাকায় লাল সর্তকতা জারি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com