শিরোনাম :
বরিশালে চাল ডিলার কর্তৃক সাংবাদিক সাদ্দাম হোসেনকে প্রাণনাশের হুমকি: বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব (B.C.P.C)–এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জুলাই সনদ বাস্তবায়নে গণভোটই সমাধান : সাবেক মন্ত্রী এম. নাজিম উদ্দিন আল আজাদ খুনের মামলার দুই আসামি গ্রেফতার রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতাল এখন রোল মডেল বরগুনা-১ আসনে নির্বাচনী প্রচার প্রচারণায় ব্যাস্ত এ্যাড. মোঃ রেজবুল কবির…! নবীনগরে পুকুর থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্বার আগামীতে শহীদ জিয়ার দল বিএনপিই সরকার গঠন করবে – জনসভায় এস এ সিদ্দিক সাজু শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গোপালপুরে আইন শৃঙ্খলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত গলাচিপায় নদী ভাঙনে সড়ক বিলীন হওয়ার শঙ্কায় মানববন্ধন বিজিএমইএ ও স্ট্যানলি স্টেলার বৈঠক: টেকসই উন্নয়ন ও সামাজিক দায়বদ্ধতায় অঙ্গীকার

একজন সাংবাদিকের হৃদয় থেকে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ১৯৪ বার পঠিত

খন্দকার জলিল-স্টাফ রিপোর্টার

গাজীপুরে সাম্প্রতিক ঘটে যাওয়া সাংবাদিক হত্যাকাণ্ড আবারও প্রমাণ করল—এই পেশা যতটা সম্মানের, তারচেয়ে বহুগুণ বেশি ঝুঁকিপূর্ণ। একটি সত্যকে সমাজের সামনে তুলে ধরার মূল্য দিতে হচ্ছে জীবনের বিনিময়ে।

আমি নিজেও একজন সাংবাদিক। এই ঘটনার পর আমার কলম কিছুক্ষণ থমকে গিয়েছিল। ভয় নয়, ক্ষোভে। কিন্তু কিছুক্ষণ পর আবারও ভাবলাম—আমার দায়িত্ব কী? আমি চুপ থাকলে কার লাভ? যারা সত্যকে ভয় পায়, যারা ভ্রষ্টাচার আর অপরাধের আড়ালে বসে আছে, তারা কি তাহলে জিতে যাবে?

গাজীপুরের এই ঘটনা শুধু একজন সাংবাদিকের মৃত্যু নয়, এটি গোটা সাংবাদিক সমাজের বুকে রক্তাক্ত ছুরির ঘা। বারবার প্রমাণিত হচ্ছে, আমাদের কোনো নিরাপত্তা নেই। যারা মাঠে থেকে দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তারা আজ সবচেয়ে বেশি অসহায়।

সাংবাদিকতা কি শুধু পেশা?
না সাংবাদিকতা একটি দায়বদ্ধতা। সমাজের দর্পণ হিসেবে আমরা কাজ করি। অন্যায়ের প্রতিবাদ করি। দুর্নীতির জাল ছিঁড়ে সত্যকে তুলে ধরি। তবে আজকের বাস্তবতা হলো—সত্য বললেই প্রাণের ঝুঁকি!
এ সমাজে যে যত বেশি সত্য বলে, সে তত বেশি টার্গেট। আজ সাংবাদিক হত্যার বিচার হয় না, তদন্ত ঝুলে থাকে, অপরাধীরা বহাল তবিয়তে ঘুরে বেড়ায়, আর আমরাই প্রতিদিন রিপোর্ট করি ‘নিরাপত্তাহীনতা’ নিয়ে।

আমরা কি থেমে যাব?
না, আমরা থামব না। একজন সাংবাদিক হিসেবে আমি বলতে চাই—আমরা কলম হাতে নিয়েছি দায়বদ্ধতা থেকে, ভয় থেকে নয়। এই কলম চলবে, যতক্ষণ না অন্যায় থেমে যায়, যতক্ষণ না সত্য প্রতিষ্ঠা পায়।
সত্যকে দাবিয়ে রাখা যায় না। একজনকে হত্যা করে হাজারো সাংবাদিকের কণ্ঠ বন্ধ করা যায় না। গাজীপুরের এই মর্মান্তিক ঘটনা আমাদের আরও সচেতন, আরও দৃঢ় করেছে।

আমাদের রাষ্ট্র, আইনশৃঙ্খলা বাহিনী এবং সমাজকে একযোগে ভাবতে হবে—কেন সাংবাদিকরা বারবার টার্গেট হচ্ছেন? সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আলাদা আইন ও জরুরি ব্যবস্থা নেওয়া উচিত।

সাংবাদিক সংগঠনগুলোকেও আরো সক্রিয় হতে হবে। শুধু প্রতিবাদ নয়, সাংগঠনিকভাবে আইনি সহায়তা, নিরাপত্তা কাঠামো এবং জনসচেতনতা গড়ে তোলা এখন সময়ের দাবি।

শেষ কথা
সত্যের জন্য জীবন দিতে হয়—এমন বাস্তবতা কোনো সভ্য সমাজে কাম্য নয়। গাজীপুরে যে প্রাণ ঝরে গেল, তার রক্তে যেন জন্ম নেয় সাহসের এক নতুন অধ্যায়।
এই কলম চলবে, যতদিন সত্য বেঁচে থাকবে। যতদিন চোখে দেখি অন্যায়, ততদিন কণ্ঠে থাকবে প্রতিবাদ। কারণ আমরা শুধু সাংবাদিক নই, আমরা এই সমাজের বিবেক।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com