আবু কালাম
ব্যুরো চিফ বাংলাদেশ প্রেম সংবাদ
ব্রাহ্মণবাড়িয়া
এখনও ইমাম ও মুয়াজ্জিনকে আটকে রাখা হয়েছে কারাগারে। ইমাম-মুয়াজ্জিনকে নির্দোষ দাবি করে মানববন্ধন করেছেন আলেম-ওলামারা। আসল খুনীকে সনাক্ত করতে পারছে না পুলিশ। নাকি, খুনীকে সনাক্ত করেও প্রকাশ করছেন না জনমনে প্রশ্ন । কারা হত্যা করেছেন কোমলমতি এই ৯ বছরের শিশু মায়মুনা আক্তার ময়নাকে এমন প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছে না স্থানীয়রা। এ নিয়ে স্থানীয়দের অনেকেই বলছেন, আলোচিত এই নির্মম হত্যার ঘটনাটি এখন পুরোপুরিভাবে ধামাচাপা পড়েগেছে। হয়তো বা টাকার কাছে হয়তো সম্পর্কের বাঁধনে।
এদিকে এই হত্যা মামলার ঘটনায় ব্যাপারে সরাইল থানা পুলিশের তদন্ত কর্মকর্তারাও ময়না হত্যাকান্ডের ঘটনাটি নিয়ে সাংবাদিকদের কোনো তথ্য দিতে চাচ্ছেন না।
এর আগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার হাবলিপাড়া জামে মসজিদের দোতলার ফ্লোরের কনারের লাশের খাটিয়ার পাশে পাওয়া যায় শিশু ময়নার রক্তাক্ত নিথর মরদেহটি।
Leave a Reply