সুনামগঞ্জ জেলার বিশিষ্ট আইনজীবী, মুক্তিযুদ্ধের সংগঠক, লেখক ও গবেষক, সুজন- সুশাসনের জন্য নাগরিক কমিটির সভাপতি, সাংবাদিক, হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি, জেলা আদালতের সাবেক পিপি,বীর মুক্তিযোদ্ধা বজলুল মজিদ চৌধুরী খসরুকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বাদ জোহর সুনামগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গণে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।তাঁর জানাজার নামাজে হাজারো ভক্তবৃন্দ,শুভানুধ্যায়ী সহ বিভিন্ন শ্রেণী পেশার সুধীজন অংশ গ্রহণ করেন। জানাজার নামাজের পর সুনামগঞ্জের ষোলঘর কবর স্হানে তাঁকে দাফন করা হয়। তাঁর জানাজায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ -৫ আসনের সাংসদ মুহিবুর রহমান মানিক,পৌর মেয়র নাদের বখত, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান, দেওয়ান ইমদাদ রেজা চৌধুরী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী নুরুল মোমেন, জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দ সহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ। এডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু গতকাল বুধবার বেলা ৩ টায় সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা ধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন।
Leave a Reply