দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের নিয়ে ভাসান চরের উদ্দেশে যাচ্ছে ১৩টি বাস। সোমবার বেলা সাড়ে ১১টায় উখিয়ার আমতলি এলাকায় দ্বিতীয় দফায় রোহিঙ্গাদের নিয়ে ভাসান চরের উদ্দেশে যাচ্ছে ১৩টি বাস। সোমবার বেলা সাড়ে ১১টায় উখিয়ার আমতলি এলাকায় গিয়াস উদ্দীন কক্সবাজারের উখিয়া উপজেলা থেকে দ্বিতীয় দফায় নোয়াখালীর ভাসানচরের উদ্দেশে যাচ্ছে রোহিঙ্গারা। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উখিয়া ডিগ্রি কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে যাত্রা শুরু করে ১৩টি বাস। এর আগে প্রথম দফায় ৩ ডিসেম্বর কক্সবাজারের উখিয়া কলেজ মাঠ থেকে রোহিঙ্গাদের নিয়ে ১১টি বাস ভাসানচরে যায়।
আজ সকালে ডিগ্রি কলেজ মাঠে দেখা যায়, বিশাল আকারের প্যান্ডেল, অর্ধশতাধিক বড় গাড়ি দাঁড় করানো আছে। সেখানে পুলিশ ও র্যাবের বেশ কিছু গাড়ি দাঁড় করানো। ছোট ছোট বাসে করে উখিয়া ও টেকনাফের বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে ভাসানচরে যেতে ইচ্ছুক রোহিঙ্গাদের মাঠে আনা হয়। পরে রোহিঙ্গাদের খাবার দিয়ে গাড়িতে ওঠানো হয়। এ সময় পুলিশ ও মেডিকেল টিমের উপস্থিতি ছিল লক্ষণীয়। নাম প্রকাশ না করার শর্তে রোহিঙ্গা শরণার্থী ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, হাজারখানেক রোহিঙ্গা আজ ভাসানচরে যেতে পারে। আজ প্রথম দফায় ১৩টি বাসে সাড়ে চার শর বেশি রোহিঙ্গা ভাসানচরের উদ্দেশে রওনা হয়েছে। প্রতিটি বাসে নারী–শিশুসহ ৩৫ জন করে যাত্রী আছে।
Leave a Reply