কে এম নাছির উদ্দীন সিনিয়র ক্রাইম রিপোর্টার:বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী সংসদের অন্যতম সদস্য, সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মাননীয় এমপি প্রফেসর মেরিনা জাহান কবিতা আপার স্বামী ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি চয়ন ইসলামের বড় দুলাভাই,শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী ইঞ্জিনিয়ার মিজানুল করিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রাজেউন)।
সোমবার (১৬ই অক্টোবর) বেলা ১১ টায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। বিবৃতিতে তিনি মরহুম মোঃ নিজানুল করিম-এর পবিত্র আত্মার মাগফিরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার- পরিজন, আত্মীয়-স্বজন, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
মঙ্গলবার বাদ জোহর গুলশান-২,আজাদ
মসজিদে জানাযা অনুষ্ঠিত হবে এবং বাদ আসর উত্তরা ৪ নং সেক্টরের কবরস্থানে তাকে সমাহিত করা হবে। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি এবং বিদেহী আত্মার স্বর্গীয় শান্তি কামনা করছি।
তিনি অত্যন্ত সজ্জন ,মৃদুভাষি ও ভালো মানুষ ছিলেন । মরহুমকে আল্লাহ পাক বেহেশত দান করুন ও তার শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার শক্তি দিন সেই দোয়া করি।
উল্লেখ্য, মোঃ নিজানুল করিম আজ সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর এবং তিনি স্ত্রী ও ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়- স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
তার মৃত্যুত শাহজাদপুর প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য, মিজানুল করিম শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Leave a Reply