মেলান্দহ চরপলিশা পূর্ব পাড়া (নলের চর) গ্রামে বাদশা শেখের স্কুল পড়ুয়া মেয়েকে( ১৪)পশ্ববর্তি এক বখাটে খলিল শেখের ছেলে ময়নাল( ২০ )ফুসলিয়ে তাকে শারীরিক নির্যাতন করেছে বলে ২৪-ফেব্রুয়ারি দুপুরে দুই’ শতাধীক এলাকাবাসী নারী.পুরুষ.ছাত্র.ছাত্রী মানববন্ধন ও বিক্ষোভ করেছে। বিক্ষোভ কারীরা বলেছে এ শারীরিক নির্যাতনের ব্যাপারে সুষ্ট তদন্তসাপেক্ষে বিচারের দাবি জানান এলাকা বাসী। মেয়েটির বাবা নেই খুবই গরীব মা অন্যের জমীতে একটি দো চালা ঘড় উঠিয়ে মানুষের জমির মরিচ উঠিয়ে দিন চলায় ভাই কামলা দেয়। তবে ঔ এলাকার মাতাব্বররা শালীশ দরবার করার জন্য দফায় দফায় বসেও কাজ হয় নাই। ছেলে এলাকা থেকে পলাতক রয়েছে।
Leave a Reply