এসএসসি ২০২১ পরীক্ষার্থীদের জন্য জিনিয়াস শিক্ষা পরিবারের উদ্যোগে অনলাইন শিক্ষা কুইজ ও জিনিয়াস মেধাবৃত্তি অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৩১শে জানুয়ারি,২০২১ইং। বিজয়ীদের নাম ও ছবি পত্রিকায় নিউজ প্রকাশের মাধ্যমে জানানো হবে। শুধুমাত্র এসএসসি – ২০২১ ব্যাচের শিক্ষার্থীদের জন্য প্রথম পুরস্কার দুই হাজার টাকা (১ জন) দ্বিতীয় পুরস্কার এক হাজার টাকা (১ জন) তৃতীয় পুরস্কার এক হাজার টাকা (১ জন) পরবর্তী সেরা ২০ জন (কলেজ ভর্তি কোচিং এ ৮০% ছাড়) কুইজের বিষয়ঃ সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও আইকিউ টেস্ট শুধুমাত্র রেজিষ্ট্রেশনকৃত শিক্ষার্থীদের আলাদা মেসেঞ্জার গ্রুপ ও নির্ধারিত জুম মিটিং লিংকের মাধ্যমে ৩১শে জানুয়ারি,২১ইং ঠিক সন্ধ্যা ৭ টায় গুগল ফর্মের লিংক দেয়া হবে।৬০ মার্কের প্রশ্ন দেয়া থাকবে সাম্প্রতিক সাধারণ জ্ঞান ও আইকিউ টেস্ট এর উপরে ।
রাত ৮ টা অর্থাৎ ১ ঘন্টার মধ্যেই সাবমিট করতে হবে। ইভেন্ট সংক্রান্ত নির্দেশনার মূল পেইজঃ Holy Cross College Admission Care রেজিস্ট্রেশন ফর্মের লিংকঃ https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdN2hB-EAOh9Y8eZ718ATQ8oVtIMiY0Jo15rkh73iEB6vgkVA/viewform রেজিস্ট্রেশন ফিঃ ২০০ টাকা মাত্র। রেজিষ্ট্রেশন এর শেষ সময় ২৯শে জানুয়ারি,২০২১ইং। পরীক্ষার নম্বর উক্ত পরীক্ষা শেষে অটো কারেকশনের মাধ্যমে শিক্ষার্থীরা নিজেই দেখতে পারবে। ২রা ফেব্রুয়ারী সরাসরি নির্ধারিত টাকা শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হবে। যারা আসতে পারবে না তাদের বিকাশে পাঠিয়ে দেয়া হবে। এবং বিজয়ীদের নাম ও ছবি পত্রিকায় নিউজ প্রকাশের মাধ্যমে জানানো হবে। রেজিষ্ট্রেশন ফি বিকাশ কিংবা অফিসে এসেও দিতে পারবেন। বিকাশ পার্সোনালঃ ০১৭৬৭১৯০৯৯৩ রেজিষ্ট্রেশন ফি পাঠিয়ে কল করুনঃ ০১৭৬৭১৯০৯৯৩ ০১৬০০১০৩২৯১ কিংবা সরাসরি অফিস চলে আসুন। অফিসঃ ৪৬/১,হলি ক্রস কলেজ গেইটের বিপরীতে, তেজগাঁও,ফার্মগেট,ঢাকা-১২১৫ মিডিয়া পার্টনারঃ জাতীয় অগ্রযাত্রা পত্রিকা , জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকা দৈনিক সংবাদ যোগ , দৈনিক আলোর বাংলাদেশ দেশ সময় নিউজ, বাংলার বারুদ ২৪ , দৈনিক খবরের ডাক আয়োজনেঃ জিকরুল স্যারের জিনিয়াস শিক্ষা পরিবার।
Leave a Reply