[০৭ মার্চ ২০২১ খ্রি.]
বিনম্র শ্রদ্ধা, যথাযথ মর্যাদা ও পূর্ণ ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ (০৭ মার্চ) রবিবার জাতীর পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে পিরোজপুর জেলা পুলিশ ‘ঐতিহাসিক ৭ই মার্চ ২০২১’ উদযাপন শুরু করে।
’ঐতিহাসিক ৭ই মার্চ’ উপলক্ষে জাতীর পিতার প্রতিকৃতিতে পিরোজপুর জেলা পুলিশের পক্ষ থেকে জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) (পুলিশ সুপার ভারপ্রাপ্ত) পুষ্পস্তবক অর্পণ করে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে জাতীর পিতার প্রতি সন্মান প্রদর্শণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে জাতীর পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
একই দিনে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ও বাংলাদেশের উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন উপলক্ষে পিরোজপুর জেলা পুলিশের সকল থানায় একযোগে কেক কেটে আনন্দ উদযাপনের আয়োজন করা হয়। পিরোজপুর সদর থানায় কেক কাটার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার পিবিআই জনাব শেখ জাহিদুল ইসলাম পিপিএম, এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) পুলিশ সুপার ভারপ্রাপ্ত, জনাব মোল্লা আজাদ হোসেন পিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব থান্দার খায়রুল হাসান পিপিএম-সেবাসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার করা হয় এর পরে মাননীয় প্রধান মন্ত্রির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা জনাব সজীব ওয়াজেদ জয় মহোদয় কর্তৃক আন্তর্জাতিক ম্যাগাজিন নিউজউইকে প্রকাশিত A Surprise Digital Leader in Asia এর বাংলা অনুবাদ অনুষ্ঠানে পড়ে শোনানো হয় এবং জাতিসংঘ মহাসচিব কর্তৃক বাংলাদেশের স্বল্পোন্নত দেশের তালিকা হতে উন্নয়নশীল মর্যাদা অর্জন বিষয়ক অভিনন্দন বার্তার ভিডিও ক্লিপ অনুষ্ঠানে সম্প্রচার করা হয়, সব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
Leave a Reply