মোহাম্মদ সোহেল আরমানঃ চট্টগ্রামের সীতাকুন্ড এলাকায় অভিযান চালিয়ে লক্ষীপুর হতে চট্টগ্রামগামী যাত্রীবাহি বাস থেকে কক্সবাজার শহরের জাকির হোসেন ও নুর নাহার বেগম নামে এক দম্পতি মাদক কারবারীকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)।এসময় তাদের কাছ থেকে ১৯৯ বোতল ফেন্সিডিল ও ৪.৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।আটককৃত দম্পতি কক্সবাজার পৌরসভার ১২ নং ওয়ার্ড লাইট হাউজ পাড়ার বাসিন্দা জাকির হোসেন ও তার স্ত্রী নুর নাহার বেগম শনিবার (৩০ জানুয়ারি)র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ নুরুল আবছার প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।তিনি জানান, বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে এই দম্পতি যাত্রীবাহী বাসযোগে বিপুল পরিমাণ মাদকদ্রব্য নিয়ে লক্ষীপুর হতে চট্টগ্রামের দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে র্যাব-৭ চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভাটিয়ারি সাকিনস্থ বিএমএ গেইট সংলগ্ন চৌধুরী মার্কেটের জিসান ফুড নামে দোকানের সামনে ঢাকা-চট্রগ্রাম সড়কের রাস্তার উপর একটি বিশেষ চেক পোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করতে থাকে। এসময় চেকপোস্টের দিকে আসা নীলাচল পরিবহনের একটি বাসকে তল্লাশীর জন্য থামানোর সংকেত দিলে বাসটি চেকপোস্টের সামনে থামালে র্যাব সদস্যরা বাসের ভিতর যাত্রীদের তল্লাশী করে বাসের ভিতরে সামনের সিটে বসা দুই জনের কথা বার্তা সন্দেহ জনক হলে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের সাথে থাকা ভ্যানিটি ব্যাগ এবং কাপড়ের ব্যাগ হতে ১৯৯ বোতল ফেন্সিডিল ও ৪.৭ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।তিনি আরও জানান, তারা দীর্ঘদিন যাবত সিমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে চট্টগ্রাম ও কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদেরকে সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply