মোহাম্মদ সোহেল আরমানঃ কক্সবাজার জেলা সদর হাসপাতালে আগুন লেগেছে। ২৭ জানুয়ারী বিকাল সাড়ে ৫ টায় হাসপাতালের প্রথম তলার স্টোর থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে বলে অনেক রোগি ও স্বজনরা জানিয়েছেন। এ রিপোর্ট লেখাকালিন প্রকৃত আহত ও নিহতের সংখ্যা জানা যায়নি। হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: শাহিন আবদুর রহমান চৌধুরীসহ কর্মকর্তা কর্মচারী, ফায়ার সার্ভিস, রেডক্রিসেন্ট ও পুলিশের বিভিন্ন ইউনিট নিয়ন্ত্রণে কাজ করছে।হাসপাতালে আগত রোগিরা জানান, নিচ তলা থেকে আগুন লাগার পর থেকে উপর তলার সকল রোগি ও স্বজনরা দ্রুত বের হতে গিয়ে অনেকে আহত হয়েছে। মুহুর্তে অনেক রোগি হাসপাতাল ত্যাগ করেছেন। আবার অনেক মুমুর্ষ রোগিকে চিকিৎসকরা জরুরী বিভাগের বাইরে জরুরী অক্সিজেন দিয়ে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে। ভেতরে আগুন নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
বিস্তারিত আসছে……।
Leave a Reply