মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ে চলছে রমরমা শিক্ষা বাণিজ্য। ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কুলের ম্যানিজিং কমিটির সভাপতির মাধ্যমে চলছে এই শিক্ষা বাণিজ্য। ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণী থেকে ৯ম শ্রেণীর সকল ছাত্র-ছাত্রীদের কাছ থেকে ভর্তি ফি, সেশন ফি, ও পরিক্ষার ফি বাবদ নেওয়া হচ্ছে মোটা অংকের টাকা।বিশেষ সূত্রে জানায়ায় ৯ম,৮ম,৭ম,৬ষ্ঠ শ্রেণীর জন্য যথাক্রমে ১৪০০/=,১৩০০/=,১২০০/=,১১০০/= টাকা করে নেওয়া হয়েছে।
ছাত্র-ছাত্রী ও অভিভাবক অভিযোগ করে বলেন টাকা না দিলে পরিক্ষা দিতে দেওয়া হবে না এবং পরবর্তী ক্লাসে উঠানো হবে না সেই কারনে আমরা টাকা দিয়েছি।ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাসিবুল ইসলাম এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে বলেন আমরা কোন প্রকার টাকা আদায় করিনাই যদি টাকা নিয়ে থাকি এমন প্রমাণিত হয় তাহলে সকলের টাকা ফেরত দেওয়া হবে। এব্যাপারে ডুমুরশিয়া ডি সি মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শফিকুল বশীর বলেন আমাদের স্কুলের বেতন, ভর্তি ফি, সেশন বাবদ টাকা নিয়েছি তবে করনা কালীন সময়ে এই সব টাকা নেওয়া যাবে নাকি আমার জানা নাই। এ ব্যাপারে মহম্মদপুর উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার হোসেন বলেন জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত বেতন ও যাবতীয় খরচ সহ সর্বমোট ৩০০ থেকে ৪০০ টাকা নিতে পারবে কিন্ত করনা কালীন সময়ে কোন প্রকার মাসিক বেতন ও সেশন ফি নেওয়া যাবে না।যদি এমন কোন অভিযোগ পাওয়া গেলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যাবস্থা নেওয়া হবে।
Leave a Reply