করোনা মোকাবেলায় বিশেষ অবদানের জন্য সাতক্ষীরা জেলার তালা উপজেলার ৫০ জন স্বেচ্ছাসেবককে সম্মাননা ক্রেন্ট প্রদান করা হয়েছে। সোমবার (২৮ ডিসেম্বর) তাল উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উত্তরণ ও উন্নয়ন প্রচেষ্টার সহযোগিতায় অনুষ্ঠিত কোভিড-১৯ রেসপন্স টিমের আলোচনা সভায় তাদের এ সম্মাননা প্রদান করা হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাতক্ষীরা ব্লাড ফাউন্ডেশনের এডমিন মঈনুল আমিন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উত্তরণের প্রকল্প সমন্বয়কারী জাহিদ শামস সাক্ষর, উন্নয়ন প্রচেষ্টার কর্মকর্তা শাহনেওয়াজ কবীর শাওন, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী, কোভিড-১৯ রেসপন্স টিমের তালা সদর ইউনিয়ন সমন্বয়ক আব্দুল্লাহ-আল মামুন সৈকত, খলিলনগর ইউনিয়ন সমন্বয়ক দীপায়ন মন্ডল, নগরঘাটা ইউনিয়ন সমন্বয়ক মামুন হোসেন, খেশরা ইউনিয়ন সমন্বয়ক মামুন রেজা, স্বেচ্ছাসেবক প্রণয়ন কবিরাজ নয়ন, মহিন শেখ, আজমীর হোসেন, ইসলামকাটি ইউনিয়ন থেকে মোঃ জাহাঙ্গীর হোসেন প্রমুখসহ ৫০জন স্বেচ্ছাসেবককে সম্মাননা প্রদান করা হয়।
Leave a Reply