ট্টগ্রাম কর্ণফুলী উপজেলার শিকলবাহা গ্যাস সিলিন্ডারের আগুনে ৯ পরিবারের ৬ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। তবে আগুনে দগ্ধ কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।
ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে আগুন লেগে নয় বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
রবিবার (২১ ফেব্রুয়ারী) বিকেল ৩টার দিকে শিকলবাহার ৬ নং ওয়ার্ডে ওয়াহিদ আলীর পুরান বাড়ি ফকিরা মসজিদ এলাকায়
এই দূর্ঘটনা ঘটে।
শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, ক্ষতিগ্রস্ত পরিবার প্রধানের নাম মোঃ ইউনুস, আব্দু শুক্কুর, আবু তাহের, আবুল ফজল, খায়ের আহমেদ ও আবদুল মন্নানের বসতবাড়ি।
ফায়ার সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, দুপুরের পর একটি কক্ষের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়।
পরে আগুন ছড়িয়ে পড়লে ৬টি ঘর পুড়ে যায়।
খবর পেয়ে রাজাখালী ফায়ার সার্ভিস স্টেশনের দমখল বাহিনী এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই বসতবাড়ির অনেকাংশ পুড়ে যায়।
দূর্ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার শাহিনা সুলতানা ও উপজেলা ভাইস চেয়ারম্যান দিদারুল ইসলাম চৌধুরী।
এসময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নয় পরিবারের প্রতিটি পরিবারকে সাড়ে ৩ হাজার টাকা করে নগদ অর্থ, ৩টি করে কম্বল ও এক বাইন টিন সহায়তা প্রদান করেন।
পাশাপাশি কর্ণফুলী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব হায়দার আলী রনির পক্ষ থেকেও ক্ষতিগ্রস্ত পরিবারকে কম্বল বিতরণ করা হয়।
Leave a Reply