মোহাম্মদ সোহেল আরমানঃ ১৫/০২/২০২১ ইং তারিখে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপ- পরিদর্শক জনাব তায়রীফুল ইসলামের নেতৃত্বে বিকাল আনুমানিক পাঁচ ঘটিকায় কক্সবাজার সদর মডেল থানাধীন কলাতলী মেরিন ড্রাইভ রোড়ের মেম্বার ঘাটা এলাকায় অভিযান পরিচালনা করে, আবুল হাসেমের ছেলে, জাফর আলম (৩৬) সাং- নয়াপাড়া, দক্ষিন হ্নিলা, ০৯ নং ওয়ার্ড, ইউপি- হ্নিলা,থানা-টেকনাফ, জেলা কক্সবাজার নামীয় মাদক বিক্রেতার কাছথেকে ১০০০ (এক হাজার) পিস ইয়াবা ট্যাবলেট ও বিভিন্ন মূল্যমানের বাংলাদেশী টাকায় ৫০০০৳(পাঁচ হাজার) টাকা উদ্বার ও জব্দ করা হয় ।অভিযানে তার সহযোগী মৃত মোবারক আলীর ছেলে মোঃ সৈয়দ নুর(৩৭) সাং-দক্ষিন আদর্শগ্রাম,কলাতলী,ওয়ার্ড-০১,ইউপি-ঝিলংজা,থানা ও জেলা- কক্সবাজার মাদক বিক্রিতে সহযোগিতা করার দায়ে তাকে গ্রেফতার করা হয়। উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক জনাব নাসরিন পারভীন রুমি তালুকদার বাদী হয়ে আটককৃত ব্যক্তিকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
Leave a Reply