কলাপাড়া প্রতিনিধি মোঃ রহিম সিকদার
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে ভয়াবহ সন্ত্রাসী হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে রাবনাবাদ নদীর পাড়ে ধানখালীর মরিচবুনিয়া গ্রামে মেসার্স মিথত ট্রেডার্স-এর স্থাপনায় এই হামলা চালায় দুই শতাধিক লোক। তারা শতাধিক মোটরসাইকেলে এসে অন্তত ৪৫ মিনিট ধরে তাণ্ডব চালায়, এতে গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।এসময় হামলায় স্থানীয় যুবদল সদস্য দোলন মৃধা (৩৫), গাড়িচালক রানা ও মিরাজ নামে তিনজন আহত হন। তাদের কোপানো হয়েছে বলে দাবি করেন প্রত্যক্ষদর্শীরা। পরে হামলাকারীরা প্রতিষ্ঠানের স্থাপনায় আগুন ধরিয়ে দেয়। এতে পুড়ে যায় শীতাতপ নিয়ন্ত্রিত একাধিক কক্ষসহ প্রাইভেট কারসহ বিভিন্ন মালামাল। প্রতিষ্ঠানের মালিক শাহীন মৃধার ভাই রুবেল মৃধা জানান, এতে তাদের প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে।রুবেল আরও জানান, হামলাকারীরা একটি চিহ্নিত রাজনৈতিক দলের লোক। ঘটনার সময় খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা এলেও সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কলাপাড়া ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।সদ্য চালু হওয়া পটুয়াখালী ১৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন এলাকায় এ ঘটনার পর সাধারণ মানুষের মাঝে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে।কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম জানান, সকাল থেকেই ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে। পাওয়ার প্ল্যান্টের জেটি সংলগ্ন এলাকায় এই সন্ত্রাসী তাণ্ডব চলে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কেউ মামলা করেনি, তবে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply