
জাহাঙ্গীর আলম ক্রাইম রিপোর্টার
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সাংবাদিকদের বন্ধন ও ঐক্যকে আরও দৃঢ় করতে অনুষ্ঠিত হয়েছে “সাংবাদিক মিলন মেলা ও বনভোজন ২০২৫”। শনিবার (৮ নভেম্বর) দিনব্যাপী উপজেলার ঐতিহ্যবাহী গোপিনাথপুর লাল কুঠির বাগান বাড়িতে এ মিলনমেলার আয়োজন করে কসবা উপজেলা প্রেসক্লাব ও কসবা টিভি।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কসবা উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কসবা টিভির পরিচালক ও ব্রাহ্মণবাড়িয়া জেলা অনলাইন মিডিয়া এসোসিয়েশনের (বুমা) সাধারণ সম্পাদক খ. ম. হারুনুর রশীদ ঢালী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সহ-সভাপতি মো. ইব্রাহিম খান সাদাত, প্রধান আলোচক ছিলেন ব্রাহ্মণবাড়িয়া অনলাইন মিডিয়া অ্যাসোসিয়েশনের সভাপতি লিটন হোসাইন জিহাদ এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন কসবা উপজেলা বিআরডি চেয়ারম্যান জিয়াউল হুদা শিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী হেলাল খান, কসবা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি রুহুল আমিন টিটু, কসবা উপজেলা সাংবাদিক ফোরামের সভাপতি সবুজ খান জয়, সাধারণ সম্পাদক আশরাফ উজ্জল, আখাউড়া মোহনা টেলিভিশনের প্রতিনিধি মোশারব হোসেন কবীর, বিজয়নগর বাংলাদেশ প্রেসক্লাবের সভাপতি ও কসবা টিভির প্রতিনিধি মো: জাহাঙ্গীর আলম সহ জেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত এক ঝাঁক সাংবাদিক। অনুষ্ঠানে অতিথি ও বক্তারা বলেন, “সাংবাদিক সমাজের মধ্যে ঐক্যের কোনো বিকল্প নেই। একে অপরের প্রতি সম্মান ও সহযোগিতার মাধ্যমেই সত্য ও ইতিবাচক সাংবাদিকতা সম্ভব।” তাঁরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে সাংবাদিকদের সম্পর্ক আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানে সভাপতি, প্রধান অতিথি, প্রধান আলোচক ও উদ্বোধকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়। পুরো অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন কসবা উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মো. জামশেদ মিয়া ও সহ-সাংগঠনিক সম্পাদক এস. এম. নাছির উদ্দিন খান। অনুষ্ঠানে সহযোগিতা করেন প্রেসক্লাবের প্রচার সম্পাদক ও জয় টিভির প্রতিনিধি জুয়েল রানা। দিনব্যাপী এই মিলনমেলা ছিল এক প্রাণবন্ত সাংবাদিক সমাবেশ, যেখানে আনন্দ, সৌহার্দ্য ও ঐক্যের বার্তা ছড়িয়ে পড়ে কসবার সাংবাদিক সমাজে।
Leave a Reply