
মোঃ মমিনুল ইসলাম । কাশিমপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরের কাশিমপুর থানা শাখার আয়োজনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচনকালীন মতবিনিময়ের সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার ৩০-১১- ২০২৫ ইং তারিখে বাদ এশা কাশিমপুর থানা শাখার ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কার্যালয়ে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংগ্রামী আমীর পীর সাহেব চরমোনাই মনোনীত গাজীপুর-০১ আসন-এর হাতপাখা প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা মাওলানা জি.এম. রুহুল আমীন।
উক্ত মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেনউপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ আল-আমিন খান । ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মুফতী আবুল বাশার সিকদার সাহেব । ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ গাজীপুর মহানগর এর সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ শফিকুল ইসলাম লালমনি
এ সময় আরো উপস্থিত ছিলেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ কাশিমপুর,থানা শাখার হাফেজ জাকারিয়া ও ইসলামী শ্রমিক আন্দোলনের থানা সভাপতি মাওলানা জাকারিয়া হুসাইন ইসলামী যুব আন্দোলনের সভাপতি আব্দুল বাতেন ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি মুফতী আব্দুল্লাহ কাসেমী সহ বিভিন্ন পর্যায়ের নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্বশীলবৃন।
নেতারা বলেন , নির্বাচনের সময় আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় সেদিকে মনোযোগ দিতে হবে । আমরা চাই জনগণের সুরক্ষা সুনিশ্চিতের লক্ষ্যে সর্বতোভাবে আত্মনিয়োগ করতে হবে। দেশ এবং জাতির কল্যাণের স্বার্থে বাংলাদেশকে একটি স্বনির্ভর দুর্নীতি মুক্ত, চাঁদাবাজ মুক্ত ,সুদ ও ঘুষ মুক্ত দেশ উপহার দিতে আমরা বদ্ধপরিকর।
Leave a Reply