আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ২রা জানুয়ারী ২০২১ইং শনিবার সন্ধ্যা ৭টায় কাহালু উপজেলার কালাই ইউনিয়নের নওগা-বগুড়া হাইওয়ে সড়ক সংলগ্ন হোটেল গার্ডেন ভিউ এর কনফারেন্স রুমে এ মত বিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন কালাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জহুরুল ইসলাম দুদু।
উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ইউপি নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ শামীম খন্দকার মত বিনিময় সভায় প্রধান অতিথি শামীম খন্দকার বলেন,আমি আমার দীর্ঘ ৪৫ বছরের জীবনে সততার সাথে বঙ্গবন্ধুর আদর্শে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতি করে যাচ্ছি, দীর্ঘ এই রাজনৈতিক জীবনে অনেক চড়াই উৎরাই পেরিয়ে আজ আমি এখানে এসে পৌঁছেছি। অনেক অপশক্তি বিভিন্ন সময়ে আমাকে মিথ্যে, বানোয়াট দোষারোপ করে দমিয়ে রাখতে চেয়েছে কিন্তু কখনোই তারা সফল হতে পারেনি। কারন, আমাদের বুকে লালিত বঙ্গবন্ধুর আদর্শ। সকলেই জানেন আমি আওয়ামী পরিবারের একজন পরিক্ষিত ক্ষুদ্র কর্মী।
গত ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কালাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে নির্বাচন করেছিলাম, এবারও আপনাদের মতামত নিয়ে আওয়ামী পরিবার থেকে নৌকা প্রতীকে নির্বাচন করতে ইচ্ছুক । বিএনপি-জামাত থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী কিছু হাইব্রিড নেতা কর্মী আমার জনপ্রিয়তায় ঈর্ষাণিত হয়ে আমার ও আওয়ামী পরিবারের বিরুদ্ধে বিভিন্ন রকম ষড়যন্ত্র করার অপচেষ্টা চালাচ্ছে। আমাকে জনগনের কাছে হেয়প্রতিপন্ন করতে ও আমার ভাবমূর্তি ক্ষুন্ন করতে ফেক ফেসবুক আইডি থেকে নানান ধরনের অপপ্রচার চালাচ্ছে, কিন্তু এই সব মিথ্যে ভিত্তিহীন অপপ্রচার চালিয়ে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।
দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার এই ভূমিতে আমরা কখনোই সে সব মিথ্যাবাদী, দুর্নীতিবাজ, সন্ত্রাসী, অপপ্রচারকারী, ভূমিদস্যু, রাজাকারদের জায়গা দিবো না। প্রয়োজনে রক্ত দিবো, তবুও অন্যায়ের কাছে মাথা নোয়াবো না। তিনি আরো বলেন, আওয়ামী পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্রকারী বিএনপি-জামাত থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশকারী হাইব্রিড কতিপয় নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে। শামীম খন্দকার আরো বলেন, আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে সকল অপশক্তিকে রুখে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। বর্তমান অনুপ্রবেশকারী হাইব্রিড কতিপয় নেতাকর্মী ত্যাগীদের বিরুদ্ধে অবস্থান নিয়ে বঙ্গবন্ধুর আদর্শের সংগঠন বাংলাদেশ আওয়ামীলীগের অপূরনিয় ক্ষতি করছে । যার ব্যবস্থা অতি দ্রুত গ্রহণ না করলে প্রাচীন এই সংগঠন বড় ধরনের হুমকির মুখে পরতে পারে।
পরিশেষে তিনি আগামী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে নির্বাচন করার ঘোষণা করে দোয়া চান এবং আওয়ামী পরিবারকে এক থেকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার জন্য আহবান জানান। উক্ত মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন, কালাই ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব মোঃ আব্দুর রশিদ, ২নং যুগ্ম সাধারণ সম্পাদক, জনাব মোঃ সেকেন্দার আলী সহ কালাই ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ। এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন এর বিভিন্ন ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ। সভার আয়োজন ও সঞ্চালনায় ছিলেন, কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক,জনাব মোঃ শহিদুল ইসলাম।
সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে সভার ইতি হয় এবং শেষে সকল স্তরের নেতৃবৃন্দের জন্য নৈশভোজের আয়োজন করেন, কালাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোঃ শামীম খন্দকার। সাংবাদিক ভাইদের লেখনীর মাধ্যমে আওয়ামীলীগের যারা ক্ষতি করছে তাদের মুখোশ উন্মোচন এবং মিথ্যে বানোয়াট নিউজের বিরুদ্ধে প্রতিবাদের জন্যই আমার এই সংবাদ সম্মেলন। পরিশেষে তিনি সকলের দীর্ঘায়ু কামনা করে সংবাদ সম্মেলনের ইতি টানেন।
Leave a Reply