বান্দরবান জেলা প্রতিনিধিঃ ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি, সাম্প্রদায়িক, উগ্র মৌলবাদী গোষ্ঠী কর্তৃক কুষ্টিয়ায় রাতের অন্ধকারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য ভেঙ্গে ফেলার প্রতিবাদে বান্দরবানের রুমা উপজেলায় মহিলা আওয়ামীলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করা হয়েছে।
কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শুক্রবার (১১ ডিসেম্বর-২০২০) বিকেলে রুমা উপজেলায় মহিলা আওয়ামীলীগের নেতৃত্বে রুমা উপজেলা পার্টি অফিসের নিছে থেকে মিছিলটি শুরু হয়ে রুমা বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
সমাবেশে রুমা উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও রুমা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নুম্রাউ মার্মা এবং পাইন্দু ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেহনতী মানুষের পরম বন্ধু সাইলুক থাং বম( মংসাই)প্রমূখ বলেন,স্বাধীনতার মাসে এই মৌলবাদীরা আবারও ষড়যন্ত্র শুরু করেছে।ভুল ফতোয়া দিয়ে জনগণকে বিভ্রান্ত করতে উস্কানি দিচ্ছে।বাংলাদেশ নামক রাষ্ট্রের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে উল্টাপাল্টা বক্তব্য দিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি পাঁয়তারা করছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙ্গার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
Leave a Reply