কুষ্টিয়ায় সদ্য যোগ দেওয়া পুলিশ সুপার মো. খায়রুল আলম জেলার সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপারের কনফারেন্স রুমে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।
পুলিশ সুপার বলেন, ভালো নিয়ত নিয়ে এসেছি, জেলার মানুষের সেবা করতে চাই। আমার চাওয়া-পাওয়া নেই।
সম্মান পেয়েছি, এখন মানুষের জন্য কাজ করতে চাই। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে কাজ করতে চাই। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির ঘটনায় জিরো টলারেন্স দেখানো হবে।
এতে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতিকুল ইসলাম আতিক, ডিআইও ওয়ান ফয়সাল হোসেন ও কুষ্টিয়া প্রেস ক্লাব কেপিসির সভাপতি হাজী রাশিদুল ইসলাম বিপ্লব, সহ-সভাপতি জামিল হাসান খান খোকন, সহ-সভাপতি আরিফিন বাবু, কোষাধ্যাক্ষ মিলন উল্লাহ, নির্বাহী সদস্য তৌফিক তপন, নির্বাহী সদস্য আফরোজা আক্তার ডিউ,
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সদস্য দৈনিক আজাদীর কন্ঠ প্রকাশক ও সম্পাদক এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা বিশেষ প্রতিনিধি হাফেজ মাওলানা সাইফ উদ্দীন আল-আজাদ, আজাদীর কন্ঠ ভারপ্রাপ্ত সম্পাদক এবং জাতীয় দৈনিক ভোরের চেতনা কুষ্টিয়া জেলা বূরো প্রধান এইচ,এম বেলাল হোসেন, আজাদীর কন্ঠ নির্বাহী সম্পাদক ও
দৈনিক মুক্তির বার্তা প্রকাশক ও সম্পাদক চাঁদ আলী, বি,এম,এফ টেলিভিশন কুষ্টিয়া জেলা প্রতিনিধি এস,এম,ওয়াহিদুজ্জামান শুভ,
দৈনিক পদ্মা গড়াইর ভারপ্রাপ্ত সম্পাদক সাদমান সাহারিয়া রাজু দৈনিক পদ্মা গড়াই নির্বাহী সম্পাদক রাকিবুল হাসান প্রমুখ।
এসময় পরামর্শসহ নানা বিষয়ে বক্তব্য রাখেন কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসির সভাপতি দৈনিক আরশিনগরে সম্পাদক ও নাগরিক নিউজের প্রতিনিধি হাজী রাশিদুল ইসলাম বিপ্লব, নিউজ টোয়েন্টিফোর প্রতিনিধিও দৈনিক স্বর্ণযুগের সম্পাদক জামিল হাসান খান খোকনসহ অন্যরা।
Leave a Reply