পটুয়াখালী জেলা কলাপাড়া উপজেলার কুয়াকাটা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিজয়ী হয়েছেন সতন্ত্র প্রার্থী মোঃ আনোয়ার হাওলাদার। আজ ২৮ ডিসেম্বর সোমবার সারাদিন চলছে ভোট গ্রহণ, সকল জনগন ছিলো এমন একটা সুষ্ঠ নির্বাচনের আশায়, সংবাদ কর্মী হিসেবে সকাল থেকে দেখা যাচ্ছিলো আজকের প্রশাসনের কড়া নিরাপত্তার মাধ্যমে ভোট গ্রহণের দৃশ্য, এলাকার সকল জনগন খুশি তারা সুষ্ঠ ও নিরেপক্ষ ভাবে ভোট দিতে পেরে।
এদিকে জয়ী মেয়র প্রার্থী আনোয়ার হাওলাদার ছিলো সতন্ত্র প্রার্থী হিসেবে, তার বিপরীতে নৌকার মনোনীত প্রার্থী ছিল – বিগত ২৩ বছরের নির্বাচিত প্রার্থী আঃ বারেক মোল্লা, ধানের শীষের ছিলো আজিজ মুসুল্লি, দিন শেষে ভোট গণনার পরে শুনানিতে নৌকা প্রতিকের চেয়ে ৬৬৬ ভোটে এগিয়ে জয়ের আসন নিলেন “মেয়র আনোয়ার হাওলাদার, তার জয়ে এলাকার জনগণের মুখেও ফুটে উঠেছে হাসির ঝিলিক, বিগত ২৩ বছরের চেয়ারম্যান / মেয়রের বিপরীতে নতুন মেয়রের জয়ে সকলেই খুশিতে আত্নহারা। ফলাফল ঘোষণার পরে, বাদ মাগরিব মেয়র আনোয়ার হাওলাদার, তার সাথীদের নিয়ে বিজয় মিছিল করেন, এবং তাকে সকলে নতুন মেয়রের সংবর্ধনা জানান।
Leave a Reply