মোঃ খাইরুজ্জামান সজিবঃবটিয়াঘাটা উপজেলার কৈয়া বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির ত্রি বার্ষিক নির্বাচন অনুষ্টিত হয়েছে। আজ শুক্রবার কৈয়া বাজার গরিব উল্লা সরকারী প্রার্থমিক বিদ্যালয় প্রাঙ্গনে ভোট গ্রহন অনুষ্টিত হয়। পরে বিকাল-৫ টায় ভোট গননা শেষে সন্ধ্যা-৭ টায় ফলাফল ঘোষনা করা হয়। এ নির্বাচনে হাঁস প্রতীকে ২৩০ ভোটে পেয়ে কৈয়া বাজার ব্যাবসায়ী কল্যান সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রী সুজয় কান্তি মন্ডল। তার নিকটতম প্রতিদ্বন্দী শরিফুল ইসলাম মিঠু ছাতা প্রতীকে ২২৭ ভোট পান সাধারন সম্পাদক পদে শাপলা ফুল প্রতীকে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোঃ শিপলু সরদার। তার নিকটতম প্রতিদ্বন্দি মােঃ মাসুম রহমান লাভলু বই প্রতীকে ১৪৩ ভোট পান। সহ- সভাপতি পদে শ্রী তপন কুমার মন্ডল পদ্ন ফুল প্রতীকে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ সোলেমান আকন তালাচাবি প্রতীকে ২৫১ ভোট পান
সহ- সাধারন সম্পাদক পদে গরুর গাড়ী প্রতীকে মােঃ রাসেল হাওলাদার ২৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মনিরুল ইসলাম রিংকু কলম প্রতীকে ১৬১ ভোট পান এ এসময় নির্বাচিত নেতৃবৃন্দ সকলে ভাইদের বলেন এ জয় এজয় আপনাদের সকলে ব্যাবসায়ীকে আন্তরিক শুভেচ্ছাও অভিনন্দন জানান এবং বলেন আপনারা আমাদের কে সহযোগিতা করলে আমরা সমিতির সকল উন্নয়ন মূলক কাজের সফল হবো।
Leave a Reply