ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ বলেছেন, কোমলমতি শিক্ষার্থীরাই জাতির আগামী দিনের ভবিষ্যৎ। তাদের মেধাবিকাশ ও সৃজনশীল চিন্তাকে প্রসারিত করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দিকনির্দেশনা আমরা মাঠপর্যায়ে পৌঁছে দিচ্ছি।
মঙ্গলবার সকালে রাজধানীর মিরপুর ১ নম্বরে উপশহর প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আজকের শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম, নৈতিকতা ও সৃজনশীলতার বিকাশ ঘটাতে হলে একটি সুষ্ঠু শিক্ষা পরিবেশ নিশ্চিত করা জরুরি। কিন্তু বিগত ফ্যাসিবাদী সরকারের কারণে দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পথে গেছে। বর্তমান অন্তবর্তীকালীন সরকার সেই শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠনের জন্য কাজ করছে। বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে তারেক রহমানের শিক্ষা বিষয়ক ঘোষিত নীতি বাস্তবায়নের মাধ্যমে শিক্ষা খাতে আমূল পরিবর্তন আনা হবে।
সাজ্জাদুল মিরাজ আরও বলেন, আমরা চাই শিক্ষার্থীরা বইয়ের সীমাবদ্ধতার বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি, বিজ্ঞান ও শিল্প-সংস্কৃতির সাথে পরিচিত হোক। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলা করতে হলে শিক্ষার্থীদের শুধু পাঠ্যপুস্তক নয়, বরং গবেষণা, উদ্ভাবন এবং নতুন চিন্তার সুযোগ দিতে হবে। এজন্য শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, দলীয়করণ ও বৈষম্যের অবসান জরুরি।
তিনি জোর দিয়ে বলেন, বিএনপি সবসময় বিশ্বাস করে শিক্ষা হলো জাতি গঠনের মূল হাতিয়ার। এজন্য তারেক রহমানের ভিশন অনুযায়ী শিক্ষা খাতকে যুগোপযোগী ও আন্তর্জাতিক মানে উন্নীত করা হবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে স্কুলের জন্য কয়েকটি ফ্যান ও পরিবেশবান্ধব উদ্যোগের অংশ হিসেবে বেশ কিছু গাছের চারা উপহার দেওয়া হয়। পরে শিক্ষক-শিক্ষিকারা বক্তব্য রাখেন এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়নে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানান
###
Leave a Reply