মাস্ক পড়ার অভ্যাস, করোনামুক্ত বাংলাদেশ” স্লোগানে দিনাজপুরের খানসামায় করোনা ভাইরাসের সংক্রমণ রোধে স্থানীয়দের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এবং জনসাধারণকে মাস্ক ব্যবহারে উৎসাহ প্রদানের লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ হাতে নিয়েছেন খানসামা উপজেলা প্রশাসন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণসহ মাস্ক ব্যবহারকারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে ও যারা ব্যবহার করছে না তাঁদেরকে ফ্রী মাস্ক বিতরণ করছে খানসামা থানা পুলিশ।
রবিবার (২১ মার্চ) দিনব্যাপী বাংলাদেশ পুলিশের নির্দেশনায় খানসামা উপজেলার ৬টি ইউনিয়ন বিট পুলিশিং এর আয়োজনে প্রায় ১০০০জনকে ফুলেল শুভেচ্ছা ও ২০০০ জনের মাঝে মাস্ক বিতরণ করে থানা পুলিশ।এসময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বীরগঞ্জ সার্কেল) ওয়ারেস হোসেন,ওসি শেখ কামাল হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মমিনুজ্জামান, বিট পুলিশিং ইনচার্জ,সহকারী বিট ইনচার্জগণ ও থানা পুলিশ সদস্যগণ।
Leave a Reply