দিনাজপুরের খানসামা উপজেলায় মর্যাদা,নিরাপত্তা,বহুত্ববাদ এবং শান্তি-সম্প্রীতি প্রতিষ্ঠার লক্ষ্যে নেতৃবৃন্দের রাজনৈতিক আচরণবিধি স্বাক্ষর প্রদান অনুষ্ঠানে স্বাক্ষর প্রদান করেন উপজেলা আওয়ামী লীগ, উপজেলা বিএনপি, উপজেলা জাতীয় পার্টি ও বাসদ (মার্কসবাদী) উপজেলা শাখার নেতৃবৃন্দ। রবিবার (২৮ ফেব্রুয়ারী) সকালে উপজেলার আংগারপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে পিস ফেসিলিটেটর গ্রুপের আয়োজনে এবং দি হাঙ্গার প্রজেক্ট এর সহযোগিতায় সকল রাজনৈতিক নেতৃবৃন্দরা স্বইচ্ছায় স্বাক্ষর প্রদান করেন।
পিস ফেসিলিটেটর গ্রুপের রংপুর বিভাগীয় সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়নের সভাপতিত্বে এবং পিস এ্যাম্বাসেডর ও আংগারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ধীমান দাসের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন পিস ফেসিলিটেটর গ্রুপের সমন্বয়ক মাইমুনা আক্তার রুবি,রংপুর মহানগর পিএফজি’র কো-অর্ডিনেটর অধ্যক্ষ খুরশীদ বেনজীর,উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও আংগারপাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা শাহ,উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল হক চৌধুরী বিএসসি এবং যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরী ও রবিউল আলম তুহিন, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আলিম হাওলাদার,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, বাসদ (মার্কসবাদী) উপজেলা শাখার সমন্বয়ক কৈলাশ রায়, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবুল কালাম আজাদ, পিস এ্যাম্বাসেডর সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল ও পলি রায়, দি হাঙার প্রজেক্টের রংপুর বিভাগীয় সমন্বয়ক রাজেশ দে, পিস ফেসিলিটেটর গ্রুপের চিরিরবন্দর উপজেলার কো-অর্ডিনেটর সাংবাদিক মোরশেদ আলম,পিস ফেসিলিটেটর গ্রুপের খানসামা উপজেলার কো-অর্ডিনেটর নুরুল হক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং বিভিন্ন শ্রেণী-পেশার শতাধিক নাগরিকগণ।
Leave a Reply