খালেক বাহিনীর অত্যাচারে দিশেহারা হয়ে পরেছে শিল্প এলাকা আশুলিয়া থানাধীন আউকপাড়া বাস্তহারায় আর্দশ গ্রামের নিরীহ জনগণ। এ যেন দেখার কেউ নেউ।
তথানুসন্ধানে জানা যায়- নারী কেলেঙ্কারি, ভূমিদখল, সন্ত্রাসী, চাদাবাজীসহ বিভিন্ন অপরাধে প্রায় অর্ধশতাধিক মামলায় জামিনে মুক্তি প্রাপ্ত ও বিচারাধীন মামলায় অভিযুক্ত আসামী খালেক বাহিনীর জুলুম- অত্যাচারে দিশেহারা হয়ে পড়েছে আশুলিয়া ইউনিয়ন ৩নং ওয়ার্ড এলাকার আউকপাড়া আর্দশ গ্রামের অসহায় সাধারণ মানুষ। তার লোভনীয় দৃষ্টি থেকে রেহাই পাচ্ছে না অন্ধ- প্রতিবন্ধী, মুক্তিযোদ্ধা পরিবার সহ সব ধরনের মানুষ।
কে এই খালেক? যাকে চিনে না যানে না এমন কোনো মানুষ নেই। আর এমন কোনো অপরাধ নেই যা তার দ্বারা সংঘটিত হয় না। তার নিয়ন্ত্রণে রয়েছে একদল বখাটে সন্ত্রাস বাহিনী। যাদের দ্বারা সংঘটিত হয় ভূমি দখল, অসহায় দুর্বলদের ঘর- বাড়ি ভাংচুর, লুটপাট, জুলুমসহ বিভিন্ন অপরাধের পরিধি বেড়েই চলছে জানায় এলাকাবাসী।
মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য জানায়- আর্দশ গ্রামের ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য গণমাধ্যমকে জানায়, একদল সন্ত্রাসী বাহিনী আর্দশ গ্রামবাসীকে চুষে খেয়ে আসছে দীর্ঘদিন ধরে। বর্তমানে (সি) ব্লক দখল করার জন্য পায়তারা চালাচ্ছে।
ইতিমধ্যে – সরকারিভাবে লীজ প্রদেয় সংস্থার দুর্নীতিবাজ কর্মকর্তাদের যোগ – সাজশে তাদের বৈধ লীজকৃত বসতি প্লট (বাড়ি ) টি দখল করে নিয়েছে ঐ সন্ত্রাসীগণ। বীর মুক্তিযোদ্ধা ও বীর পরিবার, অন্ধ- প্রতিবন্ধি ও হত- দরিদ্র পরিবারের প্রায় শত শত প্লট দখল করে নিয়েছে তারা। বিভিন্ন প্লট দখল করে নিয়ে একই প্লট আবার বার বার অন্যের কাছে বিক্রি করে মোটা অংকের টাকা অর্থ হাতাচ্ছে তারা। গরীব অসহায়দের রক্ত চুষে ও বিক্রি করে হয়েছে কোটিপতি। হচ্ছে আঙুল ফুলে কলা গাছ। খালেকের ভাতিজা ওরফে অস্ত্র সন্ত্রাসী জাহাঙ্গীর মাদবর, গরু সিরাজ, ধলা কবির, ড্রাইভার মেহেদী, কিলার মনির সহ ১০/১৫ জন বখাটেদের নিয়ে গড়ে উঠেছে একদল সন্ত্রাসী বাহিনী।
অনুসন্ধানে জানা যায়- খালেক মেম্বারের বিরুদ্ধে সাভার ও আশুলিয়া থানায় প্রায় অর্ধশত মামলা ও শতাধিক অভিযোগ রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন আশুলিয়া ৩ নং ওয়ার্ড আর্দশ গ্রামের যত সন্ত্রাসী কর্মকাণ্ড হয় এই সকল কর্মকাণ্ডের নেপথ্য নায়ক ও গডফাদার খালেক গং।
ইতিপূর্বে তার বিরুদ্ধে জাতীয় দৈনিক সহ বিভিন্ন পত্র পত্রিকায় বিভিন্ন শিরোনামে সংবাদ প্রকাশ পায়। বিভিন্ন অপরাধের কথা উঠে আসলে ও খালেক গং। সংবাদ কর্মীদের নিকট সে সকল বিষয়ে অস্বীকার করেন।
আরো জানা যায়- দখলবাজি, চাদাবাজি, মানুষ খুন, ডাকাতি, ধর্ষণ, ছিনতাই সহ বিভিন্ন অপরাধ মূলক কর্মকাণ্ড করে সাধারণ মানুষকে জিম্মি করে রেখেছে খালেক বাহিনীর দুধর্ষ সন্ত্রাসীরা অত্র ইউনিয়নের ৩ নং ওয়ার্ড পেরিয়ে সাড়া আশুলিয়া ইউনিয়নে প্রতিটা প্রান্তে তার অপরাধ ছড়িয়ে পড়ার আগেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য জোর দাবি জানায় এলাকাবাসী।
Leave a Reply