শিরোনাম :
জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান এর সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন, পত্রিকার প্রকাশক আছিয়া রহমান। গোদাগাড়ীতে ৪৫০ খাসপুকুরের রিট বাতিল, সরকার পাবে কোটি টাকার রাজস্ব গোদাগাড়ীতে ৩০০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করেছে গোদাগাড়ী মডেল থানা পুলিশ বাংলাদেশ শিল্পকলা একাডেমির ডিজি নিযুক্ত হয়েছেন নন্দিত কবি রেজাউদ্দিন স্টালিন । মিরপুর রিপোর্টার্স ক্লাবের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন ও তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন বরগুনা জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি গঠিত ব্রাহ্মণবাড়িয়া কসবা থানা পুলিশ কর্তৃক ২০(বিশ) কেজি গাঁজা ও ০১টি প্রাইভেটকার সহ ০১ জন গ্রেফতার। ধনবাড়ীতে এডভোকেট মোহাম্মদ আলীর জনসভা অনুষ্ঠিত চাঁদপুরের ফরিদগঞ্জে স্বৈারাচার বিরোধী আন্দোলনের স্মৃতি চিহ্ন সম্বলিত চিত্র নিয়ে শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্বোধন । গলাচিপা উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ ঘোষণা: শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা

খুচরো পয়সার মতো তোমাকে জমাই এমদাদ হোসেন এর কণ্ঠের আবেগঘন যাত্রা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ১৮৫ বার পঠিত

মুহিবুল হাসান রাফি, স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম।
২০২৫ সালের অমর একুশে বইমেলায় এক হৃদয় স্পর্শকাতর কাব্যগ্রন্থ উদ্বোধন করলেন তরুণ কবি এমদাদ হোসেন, যার নামই বইটির শিরোনাম ‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’। বাংলাদেশ বুকওয়ার্ম অ্যাসোসিয়েশন প্রকাশ করেছে এই বইটি।

সংমিশ্রণ ফুটে উঠেছে সাবলীল ভাষায়। প্রতিটি কবিতায় পাঠক হৃদয়ে এক নীরব চুম্বনের মতো অনুভব পান, কারণ শব্দ আর আবেগ যেন একাকার হয়ে ওঠে।
বইয়ের প্রতিটি কবিতায় প্রেমের মাধুর্য, প্রকৃতির সৌন্দর্য, একাকীত্বের গভীর বেদনা এবং জীবনের কঠিন বাস্তবতার সংবেদনশীল প্রতিফলন।
সৃষ্টিশীলতা ও ভাষার নিখুঁত সমন্বয় পাঠকদের মনে মহাকাব্যিক অনুভূতির ভ্রমণ সৃষ্টি করে।
এমদাদ হোসেন, ২৭ জানুয়ারি ২০০২ সালে জন্মগ্রহণ করেন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ছদাহা গ্রামে। বর্তমানে তিনি ঢাকায় একটি স্বনামধন্য কলেজে বাংলা ভাষা ও সাহিত্য বিভাগে অধ্যয়নরত, পাশাপাশি নিয়মিত লেখালেখি চালিয়ে যাচ্ছেন। তিনি কবিতাকে আত্মার মুক্তির মাধ্যম হিসেবে গ্রহণ করেন এবং স্বতঃস্ফূর্তভাবে শব্দের অন্বেষণে নিমগ্ন থাকেন। গ্রাম্য প্রকৃতি, নদী–পাহাড়, জীবনের সংগ্রামের রূপকতায় তার কবিতায় প্রবেশ করেছে এক অন্তর্দৃষ্টিশীল মানব দর্শন।
সাহিত্যমাধ্যমগুলো জায়গা করে দিচ্ছে এই গ্রন্থকে কেবল একটি বই নয়, বরং পাঠকের আবেগকে আবদ্ধ করার এক কর্মময় যাত্রা। পাঠকরা মনে করছেন, প্রতিটি লাইনে নিজেকে খুঁজে পাচ্ছেন। বইটির বিশ্বসৃজনমূলক সৌন্দর্য, ভাষার স্পর্শ ও অভিব্যক্তির গভীরতা সাহিত্যপ্রেমীদের মনে দাগ কাটছে। লেখক নিজেও এই মেয়াদী পথচলায় কবিতাকে তার আত্মার স্বাধীনতার মাধ্যম হিসেবে দেখেন।
‘খুচরো পয়সার মতো তোমাকে জমাই’ সবথেকে বেশি প্রভাব ফেলে পাঠকের হৃদয়ে। সহজ, হৃদ্য ও সৃষ্টিশীল কবিতার মাধ্যমে এটি বাংলা কাব্যে নতুন দিগন্ত উন্মোচন করেছে। পাঠকপ্রিয় এই গ্রন্থ শুধুই তরুণ কবির আত্মপ্রকাশ নয়— এটি একটি স্বতন্ত্র শিল্পস্বরূপ, যেখানে শব্দের মাধুর্য একালক্ষনে অনুভবে রুপান্তরিত হয়।
পাঠক এবং সাহিত্যপিপাসুদের জন্য এই গ্রন্থ এক অনন্য উপহার— যেখানে প্রকৃতির রূপ, প্রেমের তান, এবং একাকীত্বের নিঃশব্দ যন্ত্রণা এক বিন্দুতে মিলেছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
এই ওয়েবসাইটের লেখা ও ছবি অনুমতি ছাড়া কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Theme Dwonload From ThemesBazar.Com